ভোটের মুখে কর্মীদের ডিএ বাড়াল সরকার

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে লাগাতার উপহার দিয়ে চলেছে মোদি সরকার। বাজেটের আগে ছিল উচ্চবর্ণের জন্য সংরক্ষণ। বাজেটে একসঙ্গে কৃষকদের ইনকাম স্কিম, শ্রমিকদের পেনশন স্কিম আর মধ্যবিত্তকে আয়করে ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও একঝাঁক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও তিন শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই

ভোটের মুখে কর্মীদের ডিএ বাড়াল সরকার

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে লাগাতার উপহার দিয়ে চলেছে মোদি সরকার। বাজেটের আগে ছিল উচ্চবর্ণের জন্য সংরক্ষণ। বাজেটে একসঙ্গে কৃষকদের ইনকাম স্কিম, শ্রমিকদের পেনশন স্কিম আর মধ্যবিত্তকে আয়করে ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেও একঝাঁক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও তিন শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই তিন শতাংশ ডিএ বৃদ্ধির জন্য ডিএ ৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ।.

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, এই ডিএ বৃদ্ধির পাশাপাশি দু’মাসের এরিয়ার পাওয়া যাবে। গত জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই বর্ধিত ডিএ। ৪৮ লক্ষ সরকারি কর্মী এবং ৬২ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর জন্য এই ডিএ চালু হওয়ায় মোট ৯১০০ কোটি টাকা ব্যয় হবে। ঠিক ভোটের আগেই এরকম একটি উপহার পাওয়ায় অবশ্যই খুশি কেন্দ্রীয় কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *