কলকাতা: ভোটের আগে চাকরি-প্রার্থীদের জন্য সুখবর৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ৩৩৭৬ শূন্যপদে কর্মী নিয়োগের করবে রাজ্য সরকার৷ ICDS সুপারভাইজার পদে এই নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রে খবর৷
মূলত, ICDS কেন্দ্রগুলির উপর নজরদারি ও যোগাযোগ রক্ষার স্বার্থে এই পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে ভোটের আগে জারি হতে পারে বিজ্ঞপ্তি৷ নবান্ন সূত্রে খবর, স্বাস্থ্য দপ্তরে ধাপে ধাপে আরও কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
অন্যদিকে, একযুগ পর রাজ্যে শুরু হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা৷ ২০০৭ সালে শেষ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ হয়েছিল৷ প্রায় একযুগ পর চলতি বছর ফের তা শুরু হতে চলেছে৷ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলেও কত শূন্যপদের নিয়োগ হবে তা এখনও চূড়ান্ত না হয়নি৷ পরীক্ষার দিনক্ষণও ঠিক হয়নি৷ তবে, ভোটের আগে চমক দিতে আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকেই অনলাইনে আবেদনপত্র নেওয়া শুরু করবে পিএসসি৷
খবরে প্রকাশ, www.pscwbapplication.com এই ওয়েবসাইটে আগামী ২৫ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। মাধ্যমিক যোগ্যতামানের এই লিখিত পরীক্ষার দিনক্ষণও ঠিক হয়নি। প্রথমে, দুই পর্বে লিখিত পরীক্ষা হবে৷ আগে মাল্টিপল চয়েস ভিত্তিক দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের৷ সফল প্রার্থীদের ডাকা হবে মূল দ্বিতীয় পর্বের বিস্তারধর্মী লিখিত পরীক্ষায়৷ ১০০ নম্বরের এক ঘণ্টার এই পরীক্ষায় ৫০ থাকবে ইংরেজির জন্য৷ বাকি ৫০ নম্বরের প্রশ্ন থাকবে মাতৃভাষা কেন্দ্রিক৷ এই বাধা পেরলে সফল প্রার্থীদের ডাকা হবে টাইপ টেস্টের জন্য৷ যেখানে বাংলায় মিনিটে ১০টি শব্দ এবং ইংরেজিতে ২০টি শব্দ টাইপ করার দক্ষতা যাচাই করা হবে৷ দু’টি লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর এবং টাইপ টেস্টের যোগ্যতামান মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে৷ সব মিলিয়ে এই মুহূর্তে গ্রুপ-সি পদমর্যাদার কোনও কর্মী চাকরি পেলে প্রায় ২১ হাজার ৫১৬ টাকা বেতন পাবেন৷ এই পরীক্ষায় আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷
গত ২৭ জানুয়ারি ৯৫৭ জন ফুড ইন্সপেক্টরের শূন্যপদের লিখিত পরীক্ষায় প্রায় ১২ লক্ষ প্রার্থী বসেছিলেন। এক্ষেত্রে মাধ্যমিক পাশ ক্লার্কশিপে দেড় থেকে দু’হাজার শূন্যপদ তৈরি হলে পরীক্ষার্থীর সংখ্যা ১৫ থেকে ১৮ লক্ষ ছুঁতে পারে বলে মনে করছেন পিএসসি কর্তারা৷