গুজব রুখতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নবান্নের

কলকাতা: গুজব রুখতে ২৪টি সাইবার ক্রাইম থানা তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ এছাড়াও একটি অতিরিক্ত সাইবার ক্রাইম সেলও তৈরি করা হবে৷ করা হবে নিয়োগও৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ সাংবাদিক বৈঠক করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের প্রতিটি জেলায় ২৪টি সাইবার ক্রাইম থানা তৈরি করা হবে। এছাড়াও শিলিগুড়ি সিআইডিতে তৈরি

গুজব রুখতে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নবান্নের

কলকাতা: গুজব রুখতে ২৪টি সাইবার ক্রাইম থানা তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ এছাড়াও একটি অতিরিক্ত সাইবার ক্রাইম সেলও তৈরি করা হবে৷ করা হবে নিয়োগও৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷

সাংবাদিক বৈঠক করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের প্রতিটি জেলায় ২৪টি সাইবার ক্রাইম থানা তৈরি করা হবে। এছাড়াও শিলিগুড়ি সিআইডিতে তৈরি করা হবে একটি সাইবার সেল। এই সাইবার ক্রাইম থানাতে ২৪৮টি নতুন পদ তৈরি করা হয়েছে৷ ওই পদগুলিতে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন চন্দ্রিমা৷ এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘রাজ্যের ছড়িয়ে পড়া গুজব ও অশান্তির পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন৷ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্যের শিকার রাজ্যের নিরীহ বহু মানুষ৷ মুখ্যমন্ত্রী এটা বরদাস্ত করবেন না। রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তিমূলক খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন৷ ফলে রাজ্যের শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে৷ এই পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + twelve =