আজ বিকেল: শুরু হচ্ছে উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের দ্বিতীয় দফায় তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের কাজ৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের পাশে এসএসসির নবনির্মিত ভবনে শুরু হবে দ্বিতীয় পর্বের ভেরিফিকেশন৷ আজ, শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় ক্যুমেন্ট ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন৷ আগামী ৬ মার্চ ক্যুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হবে বলেও জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন৷
তবে, দ্বিতীয় পর্বে কত জনকে ডাকা হবে তা এখনও জানাতে পারেনি কমিশন৷ আগামী বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে৷ ডক্যুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য সফল প্রার্থীদের নির্দেশও দিয়েছে কমিশন৷
এর আগেও সফল প্রার্থীদের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়৷ এর জন্য প্রথম এবং দ্বিতীয়ার্ধে ৬০টি করে মোট ১২০টি টেবিল রাখা হয়৷ কমিশনের লক্ষ্য, প্রতিদিন কম-বেশি সাড়ে তিন হাজার প্রার্থীর তথ্য যাচাই করা৷ সব মিলিয়ে কয়েক হাজার প্রার্থীকে ডাকা হচ্ছে বলেও খবর৷ স্বাভাবিকভাবেই কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মীদের নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই কমিশনের পাঁচটি আঞ্চলিক অফিসের সমস্ত কর্মীদের কলকাতায় নিয়ে আসা হয়৷ এছাড়াও, বিকাশ ভবন থেকে ৬০ জন কর্মীকে ডেপুটেশনে নিয়েছে কমিশন৷ এই কাজ করার জন্য তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয়৷ গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলে৷