কলকাতা: কোন কলেজে কত অতিথি শিক্ষক রয়েছেন, তার তালিকা চেয়ে পাঠাল উচ্চ শিক্ষা দপ্তর। এমন কতজন শিক্ষক রয়েছেন, তাঁদের যোগ্যতা কেমন, কবে কলেজে যোগ দিয়েছেন, কলেজগুলি তাঁদের কীভাবে টাকা দেয়, সবই জানাতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে সেই তথ্য দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন এমন তথ্য চাওয়া হয়েছে, তা নিয়ে ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন (ডিপিআই) জয়শ্রী রায়চৌধুরী বলেন, কলেজের তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে। তাই এইসব জানতে চাওয়া হয়েছে।
কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, খাতা দেখা, মূল্যায়ন প্রক্রিয়ায় কতক্ষণ সময় দেবেন, তা নির্ধারিত করে দিল উচ্চ শিক্ষা দপ্তর। যদিও সেই বিজ্ঞপ্তিতে বেশ কিছু জায়গায় পরস্পর বিরোধী তথ্য দেওয়া হয়েছে বলে মনে করছে শিক্ষামহল। তবে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে ২০১৭ সালের পর থেকে যাঁদের পদোন্নতি আটকে ছিল, সেই জট কেটে গেল বলেই মনে করা হচ্ছে। ইউজিসি’র নিয়ম অনুযায়ী, পদোন্নতির ক্ষেত্রে অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবের মধ্যে একজন অধ্যাপক মূল্যায়নে কতক্ষণ সময় দিচ্ছেন, তার উল্লেখ থাকতে হয়। মঞ্জুরি কমিশন অবশ্য রাজ্যের উপরেই সময় নির্ধারণের বিষয়টি ছেড়ে দিয়েছিল।