কলকাতা: প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল সিলিভ সার্ভিস বা ডব্লুবিসিএসের ২০১৭ গ্রুপ-সি বিভাগের চূড়ান্ত ফলাফল৷ যদিও পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির আয়োজিত এই পরীক্ষার ফল ঘিরে বিতর্ক তৈরি হয়েছে৷
অভিযোগ, চূড়ান্ত তালিকায় এমন কিছু নাম অন্তর্ভুক্ত হয়েছে, যাঁরা ওই বছরের ডব্লুবিসিএস গ্রুপ-এ পরীক্ষায় সফল হয়ে ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন৷ শনিবার পর্যন্ত সেই ভুল সংশোধন করা হয়নি৷ যদিও কমিশন সূত্রের দাবি, ডব্লুবিসিএস ২০১৭ গ্রুপ-সি’র চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকায় একটি নাম ভুল করে যুক্ত হয়ে গিয়েছে৷ ওই প্রার্থী ২০১৭ ডব্লুবিসিএস গ্রুপ-এ পরীক্ষায় সফল হয়েছিলেন৷
আজ, রবিবার তালিকা তৈরির সঙ্গে যুক্ত পিএসসি’র কর্মীদের জরুরি তলব করা হয়েছে। ওইদিনই ভুল সংশোধন করে দেওয়া হবে এবং কমিশনের তরফে ভ্রম সংশোধন করা হবে। সূত্রের দাবি, সম্প্রতি কমিশনের একাধিক পরীক্ষা আয়োজন এবং উত্তরপত্র মূল্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এটা পিএসসি’র সার্বিক স্বচ্ছ-নিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।
অভিযোগ, কর্মীদের একাংশ ইচ্ছাকৃতভাবে কমিশনকে হেয় করতে অসৎ উপায় অবলম্বন করছেন। সেই সূত্রে গত বৃহস্পতিবারই পিএসসির সাতজন কর্মীকে শো-কজ করা হয়েছে অপর একটি বিতর্কিত ঘটনার ব্যাখ্যা চেয়ে। আগামী দিনে এই ডব্লুবিসিএস ২০১৭ গ্রুপ-সি’র চূড়ান্ত ফল প্রকাশ ঘিরে তৈরি হওয়া ঘটনা নিয়েও তদন্ত হবে বলে জানা গিয়েছে।