‘এক পদ এক পেনশন’ প্রকল্পে বড় ঘোষণা মোদির

নয়াদিল্লি: ‘এক পদ এক পেনশন’ প্রকল্পে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার রাজধানীতে ১৭৬ কোটি টাকা খরচে নির্মিত শহিদ সৌধের উদ্বোধনে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মোদি৷ সেনা জওয়ানদের জন্য তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ-সহ সেনা কর্মীদের পেনশন বৃদ্ধির ঘোষণা করেন মোদি৷ বলেন, ‘‘দেশের সীমান্ত যে সমস্ত জওয়ান দেশ রক্ষার কাজে রয়েছেন, তাঁদের কোনও

04615c37fd2d0f49bde27d5069a0b950

‘এক পদ এক পেনশন’ প্রকল্পে বড় ঘোষণা মোদির

নয়াদিল্লি: ‘এক পদ এক পেনশন’ প্রকল্পে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার রাজধানীতে ১৭৬ কোটি টাকা খরচে নির্মিত শহিদ সৌধের উদ্বোধনে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মোদি৷ সেনা জওয়ানদের জন্য তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ-সহ সেনা কর্মীদের পেনশন বৃদ্ধির ঘোষণা করেন মোদি৷

বলেন, ‘‘দেশের সীমান্ত যে সমস্ত জওয়ান দেশ রক্ষার কাজে রয়েছেন, তাঁদের কোনও রমক শারীরীক সমস্যা হলে ভারত সরকার জওয়ান ও তাঁর পরিবারের পাশে দাঁড়াবে৷ দেওয়া হবে বিগ পেশন৷’’ এদিন বলেন, ‘‘জওয়ানদের সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট কেনা হয়েছে৷ ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত একটি বুলেটপ্রুফ জ্যাকেট কেনা হয়নি৷ আমরা এসে ২ লক্ষ ৩০ হাজার বুলেটপ্রুফ জ্যাকেট কিনেছি৷’’

ভারতীয় নৌসেনার জন্য ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত কমেছে বলেও মন্তব্য করেন মোদি৷ ৫৭ হাজারের বেশি নন কম্যান্ডান্ট পদকে কম্যান্ডান্ট করা হয়েছে বলেও দাবি করেন নমো৷ ৭২ হাজার আধুনিক রাইফেল কেনার অর্ডার দেওয়া হয়েছে বলেও এদিন করেন প্রধানমন্ত্রী৷ রাফাল ইস্যুতে নাম না করে গান্ধী পরিবারকে আক্রমণ করতে ছাড়েননি মোদি৷ কংগ্রেস আমলে সেনায় উন্নয়ন থমকে ছিল বলেও কটাক্ষ করেন৷

সেনা কর্মীদের পেনশন নিয়েও মোদির মন্তব্য, ‘‘সেনাকর্মীদের পেনশন বাড়ানো হয়েছে৷ অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের পেনশন বেড়েছে ৪০ শতাংশ৷ পেনশন খানে ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ আমরা এক পদ এক পেনশন চালু করেছি৷’’ বলেন, ‘‘৭২ হাজার রাইফেল কানার বরাদ্দ দেওয়া হয়েছে৷ সেনা জওয়ানদের সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে৷ প্রতিরক্ষায় বাজেট বরাদ্দ করা হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *