প্রায় ৩ হাজার শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি PSC-র

কলকাতা: ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সুপারভাইজার পদে প্রায় তিন হাজার মহিলা কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। পাবলিক সার্ভিস কমিশনকে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নের এক কর্তার কথায়, দীর্ঘদিন পর আইসিডিএস-এর সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই

প্রায় ৩ হাজার শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি PSC-র

কলকাতা: ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সুপারভাইজার পদে প্রায় তিন হাজার মহিলা কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।

পাবলিক সার্ভিস কমিশনকে এই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নের এক কর্তার কথায়, দীর্ঘদিন পর আইসিডিএস-এর সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগামী সপ্তাহের মধ্যেই পিএসসি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময়ে সুপারভাইজার পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গিয়েছে, কেবলমাত্র স্নাতক ডিগ্রিধারী মহিলারাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বাছাইয়ের ক্ষেত্রে দু’ধাপে লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ইন্টারভিউয়ের বাধা পেরতে হবে প্রার্থীদের। প্রথমে লিখিত পরীক্ষা হবে মল্টিপল চয়েজ (এমসিকিউ) ভিত্তিক। ১০০ নম্বরের ওই লিখিত পরীক্ষায় পাশ করলে সংশ্লিষ্ট প্রার্থীদের ডাকা হবে মূল পর্বের লিখিত পরীক্ষার জন্য। বিস্তারধর্মী সেই পরীক্ষা হবে ৪০০ নম্বরের। সেই বাধা টপকালে সফল প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ে। যোগ্যতা যাচাইয়ের ওই মৌখিক পরীক্ষা হবে ৫০ নম্বরের।

সূত্রের দাবি, দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। সেই তালিকা পিএসসি পাঠাবে নারী ও শিশুকল্যাণ দপ্তরে। বিভাগীয় সচিবের অনুমোদনের পর নিয়োগপত্র পাবেন সফল পরীক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =