কলকাতা: নিয়োগের দাবিতে মৃত্যুর শপথ, ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে নবম-দশম ও একাদশ-দ্বাদশ ও আপার চাকরি-প্রার্থীদের মধ্যে৷ কেননা, নবম-দশমে তৃতীয় কাউন্সেলিং এখনও বাকি৷ একাদশ-দ্বাদশের তৃতীয় কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ উচ্চ প্রাথমিকে দ্বিতীয় দফায় তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি জারি হলেও নিয়োগপত্র কবে হাতে আসবে, তা নিয়েও ধোঁয়াশার মধ্যে রয়েছেন চাকরি-প্রার্থীদের একাংশ৷ টালমাটাল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও উদ্বেগ বাড়াল স্কুল সার্ভিস কমিশন৷ ভোটের আগে আদৌ হবে উচ্চ মাধ্যমিকে তৃতীয় কাউন্সেলিং? উদ্বেগ বজায় রেখে বিবৃতি দল স্কুল সার্ভিস কমিশন৷
এবিষয়ে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক স্তরে তৃতীয় কাউন্সেলিং হতে অনেক দেরি আছে। কারণ, তার আগে নন-জয়েনিং অর্থাৎ যাঁরা কাজে যোগ দেননি, সেই সংখ্যা হাতে পেতে সময় লাগে। আর যে ৮২২টি শূন্যপদ রয়েছে, সেগুলিতে কোনও যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। সরকার সেই পদগুলির চরিত্র পরিবর্তন না করলে এসএসসি তাতে নিয়োগ করতে পারে না। আর সেটাও অনেক সময়সাপেক্ষ বিষয়।
ফলে, কমিশনের এই মন্তব্য ঘিরে চূড়ান্ত উৎকণ্ঠায় চাকরিপ্রার্থীদের একাংশ৷ তাঁদের আশঙ্কা, এই পরিস্থিতি চলতে থাকলে আদৌ ভোটের আগে কাউন্সেলিং সম্ভব? ভোটের পরেও কী নিয়োগের গতি বজায় থাকবে? তা নিয়েও উদ্বিগ্ন চাকরিপ্রার্থীদের একাংশ৷