উচ্চ প্রাথমিকে নিয়োগ বিভ্রাট! বঞ্চনার অভিযোগ পার্শ্ব শিক্ষক সংগঠনের

কলকাতা: ফের শিক্ষক নিয়োগে বিভ্রাট৷ এবার কমিশনের বিরুদ্ধে গুরুত অভিযোগ তুলে ফের পথে নামতে চলেছেন পার্শ্বশিক্ষকদের একাংশ৷ উচ্চ প্রার্থমিকে বঞ্চনার অভিযোগ রাজপথে নামারও হুঁশিয়ারি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের৷ এই প্রসঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য ভগিরথ ঘোষ বলেন, ‘‘পার্শ্বশিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ১০ শতাংশ সংরক্ষণ থাকা সত্ত্বেও এবছর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের সেই সুবিধা

উচ্চ প্রাথমিকে নিয়োগ বিভ্রাট! বঞ্চনার অভিযোগ পার্শ্ব শিক্ষক সংগঠনের

কলকাতা: ফের শিক্ষক নিয়োগে বিভ্রাট৷ এবার কমিশনের বিরুদ্ধে গুরুত অভিযোগ তুলে ফের পথে নামতে চলেছেন পার্শ্বশিক্ষকদের একাংশ৷ উচ্চ প্রার্থমিকে বঞ্চনার অভিযোগ রাজপথে নামারও হুঁশিয়ারি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের৷

এই প্রসঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সদস্য ভগিরথ ঘোষ বলেন, ‘‘পার্শ্বশিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ১০ শতাংশ সংরক্ষণ থাকা সত্ত্বেও এবছর উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের সেই সুবিধা থেকে বঞ্চিত করা হল৷ স্কুল সার্ভিস কমিশনের যে ফল প্রকাশ হয়েছে তাতে দেখা গিয়েছে, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও পার্শ্বশিক্ষকদের সংরক্ষণ দেওয়া হল না।’’

তাঁর আরও দাবি, ‘‘ইতিপূর্বে তিন বছর অন্তর ৫% ইনক্রিমেন্ট বন্ধ করেছে এই সরকার। এই সরকার দীর্ঘদিন ধরে পার্শ্বশিক্ষকদের বেতন বঞ্চনার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে দিচ্ছে যার ফলে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ চরম ক্ষুব্ধ। অবিলম্বে আমরা এই বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের ৪৮ হাজার পার্শ্বশিক্ষককে নিয়ে রাজপথে নামতে চলেছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =