কর্মসংস্থান বাড়াতে হাঁস বিতরণ মুখ্যমন্ত্রীর

আগরতলা: রাজ্যের কর্মসংস্থান বাড়াতে শনিবার ত্রিপুরার সিপাহিজলা জেলার মেলাঘরের রুদ্রসাগর হ্রদে উন্নত প্রজাতির সাদা হাঁস ছাড়া সরকার! রাজ্য সরকারের দাবি, এই হাঁস পালন করে স্থানীয় মহিলা অর্থ উপার্জন করতে পারবেন! নয়া প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। হাঁসের ডিম বিক্রি করে কমপক্ষে বছরে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব হবে বলেও দাবি

কর্মসংস্থান বাড়াতে হাঁস বিতরণ মুখ্যমন্ত্রীর

আগরতলা: রাজ্যের কর্মসংস্থান বাড়াতে শনিবার ত্রিপুরার সিপাহিজলা জেলার মেলাঘরের রুদ্রসাগর হ্রদে উন্নত প্রজাতির সাদা হাঁস ছাড়া সরকার! রাজ্য সরকারের দাবি, এই হাঁস পালন করে স্থানীয় মহিলা অর্থ উপার্জন করতে পারবেন! নয়া প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। হাঁসের ডিম বিক্রি করে কমপক্ষে বছরে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷

নয়া প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকারের বয়স মাত্র ১১ মাস। এই সময়ের মধ্যে সরকার সাধারণ মানুষের কল্যাণে নানা কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু আগে ত্রিপুরা রাজ্যে যে সরকার ছিল তারা দীর্ঘ বছর ক্ষমতায় থাকলেও মানুষের জন্য কোনও কাজ করেনি। তাদের কাজ ছিল কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা। এই হাঁসগুলির ডিম বিক্রি করে কম পক্ষে বছরে ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব হবে।

মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থানের লক্ষ্যে রুদ্রসাগর হ্রদের পাড়ে বসবাসকারী মহিলাদের মধ্যে উন্নত প্রজাতির হাঁসের ছানা বণ্টন করা হয়েছে। মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত অন্যান্য অতিথিরা হাঁসছানার খাঁচা মহিলাদের হাতে তুলে দেন। এদিন মোট ১০০ জন মহিলাকে ২০টি করে হাঁসের ছানা দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময় তাঁদের আরও ৩০টি করে হাঁসের ছানা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =