আগামী ৪ মার্চ ভারতীয় রেল গ্রুপ ডি-র ফল প্রকাশিত হবে। এমনটাই জানাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অনলাইন বিভিন্ন জোনের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে রেজাল্ট।
কিভাবে দেখবেন ফলাফল-
১. রেলওয়ে আঞ্চলিক ওয়েবসাইটে প্রবেশ করবেন।
২. গ্রপ ‘ডি’ রেজাল্ট –র লিঙ্কে ক্লিক করবেন।
৩. নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় তথ্য দেবেন।
৪. জমা দেবার পর, স্ক্রিনের ওপরে রেজাল্ট আসবে।
৫. রেজাল্ট টিকে প্রিন্ট করে রাখবেন।
রেজাল্টে গ্রুপ ডি-এর পিইটি সঙ্গে সাধারন নম্বরও যোগ করা থাকবে।
এছাড়া রেজাল্ট সম্পর্কিত কোনও তথ্য জানার থাকলে অফিশিয়াল ওয়েবসাইটের নজর রাখার কথা বলা হয়েছে, রেলওয়ে বোর্ডের তরফে।
২০১৮-তে ৬২,৯০৭ পদের জন্য ১ কোটি ৭০ লক্ষ জন পরীক্ষার্থী পরীক্ষ দিয়েছে। সারা দেশজুড়ে ৪০০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলেছিল।