TET: ভুল প্রশ্ন মামলায় গুরুত্ব নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: প্রাথিক টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলায় গুরুত্ব নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন সমস্ত পরীক্ষার্থীকে ভুল প্রশ্নের নম্বর দেওয়া হবে না? এই প্রশ্ন তুলে হাইকোর্টে যান বেশ কিছু পরীক্ষার্থী৷ সেখানে মামলা খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা৷ আজ ছিল ওই মামলার শুনানি৷ শুনানিতে চাকরিপ্রার্থীদের তরফে ভুল প্রশ্নের জন্য সকল

TET: ভুল প্রশ্ন মামলায় গুরুত্ব নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: প্রাথিক টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলায় গুরুত্ব নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন সমস্ত পরীক্ষার্থীকে ভুল প্রশ্নের নম্বর দেওয়া হবে না? এই প্রশ্ন তুলে হাইকোর্টে যান বেশ কিছু পরীক্ষার্থী৷ সেখানে মামলা খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা৷ আজ ছিল ওই মামলার শুনানি৷

শুনানিতে চাকরিপ্রার্থীদের তরফে ভুল প্রশ্নের জন্য সকল পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার দাবি জানানো হয়৷ শীর্ষ আদালতের তরফেও মামলাকারীদের দাবিতে সমর্থন জানানো হয়৷ দীর্ঘ শুনানির পর শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, নিয়োগের স্থিতাবস্থা বজায় রাখতে এখনই কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না৷ তবে, হাইকোর্টের তরফে ঠিক কীসের ভিত্তিতে ভুল প্রশ্নের জন্য শুধুমাত্র মামলাকারীদের জন্য নম্বর বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখবে দেশের শীর্ষ আদালত৷ এই মর্মে আগামী চার সপ্তাহ পর ফের এই মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়৷

২০১৪ সালের টেটেও মুখ পুড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের।স্বচ্ছতা নিয়ে হাইকোর্টে ওঠে প্রশ্ন৷ ছ’টি প্রশ্নে ভুলভ্রান্তি রয়েছে বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট৷ বিশেষজ্ঞ কমিটির চূড়ান্ত রিপোর্ট দেখে, কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ‍্যায় টেট মামলার রায়ে বলেন, সম্পূর্ণ ভুল প্রশ্নে মামলাকারীরা উত্তর দিলেই পুরো নম্বর পাবেন৷ বাকি ছটি প্রশ্নের যেগুলিকে বিশেষজ্ঞ কমিটি সঠিক উত্তর বলেছেন, মামলাকারীদের যাঁরা সেই উত্তরই দিয়ে থাকলে, তাঁরা পুরো নম্বর পাবেন। প্রাপ্ত নম্বর যোগ করে মামলাকারীদের কেউ টেটে উত্তীর্ণ হলে তাঁদের নিয়োগের পরবর্তী ধাপে সুযোগ দিতে হবে বলেও জানানো হয়৷ পরবর্তী ধাপেও উত্তীর্ণ হলে চাকরিও দিতে হবে। এই প্রক্রিয়া তিন মাসের মধ‍্যে সম্পূর্ণ করতে হবে বলেও জানানো হয়৷ এই মামলার ভিত্তিতেই ফের দায়ের হয় মামলা৷ ভুল প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে বলে জারি হয় মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =