খিদে পেটে শিশুর কান্না, চাকরি চেয়ে অনশনে মা, বিরক্ত শিক্ষামন্ত্রী

কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে কাটেনি জট৷ নিজেদের দাবিতে টানা সাত দিনের অনশন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ যতক্ষণ না পর্যন্ত সমস্যা সামধান না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে অনশন বিক্ষোভ৷ গত ২৮ ফেব্রুয়ারী থেকে রাজ্যের হবু শিক্ষকরা নিয়োগের দাবিতে রাজপথে বসেছে৷ কলকাতার প্রেস ক্লাবের সামনে অনশন চলছে৷ অনশন আজ ৭ দিনে পড়ল৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত

খিদে পেটে শিশুর কান্না, চাকরি চেয়ে অনশনে মা, বিরক্ত শিক্ষামন্ত্রী

কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে কাটেনি জট৷ নিজেদের দাবিতে টানা সাত দিনের অনশন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ যতক্ষণ না পর্যন্ত সমস্যা সামধান না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে অনশন বিক্ষোভ৷

গত ২৮ ফেব্রুয়ারী থেকে রাজ্যের হবু শিক্ষকরা নিয়োগের দাবিতে রাজপথে বসেছে৷ কলকাতার প্রেস ক্লাবের সামনে অনশন চলছে৷ অনশন আজ ৭ দিনে পড়ল৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরের রাজপথে নিজেদের দাবিদাওয়া ছিনিয়ে নিতে অনশনে বসেছেন কমপক্ষে ৪০০ চাকরিপ্রার্থী৷ কোলেনর সন্তানকে ঘুম পাড়িয়ে অনশনে বসেছেন বাঁকুড়ার রানি সোরেন৷ চাকরির দাবিতে তাঁর লড়াই উঠে এসেছিল আজ বিকেল ডট কমের পাতায়৷ এবার সন্ধান মিলল আরও এক চাকরি প্রার্থীর৷

নাসরিন খাতুন৷ বাড়ি হুগলী জেলায়৷ মাত্র ৩ মাসের দুধের শিশুকে বুকে আগলে অনশনে নাসরিন৷ রাজপথের এক কোনে দুধের সন্তানকে দেখভাল করতে করতেই চালিয়ে যাচ্ছেন আন্দোলন৷ একদিনের দুধের সন্তানের চিৎকার, অন্যদিকে মায়ের পেয়ে খিদেকে উড়িয়ে নাসরিনও সামিল এই অনশনে৷ নিজের সন্তানের ভবিষ্যৎ গড়তে শেষ লড়াইয়ে নাসরিন বুঝে নিতে চাইছেন তাঁরা অধিকার৷

কিন্তু, কোথায় কী? সরকার যে অনড়৷ নিজেদের দাবিতে অটল নাসরিন থেকে বাঁকুড়ার রানি সোরেন৷ দাবি আদায়ে নিজের জীবনকে বাজি রাখছেন নাসরিন-রানির মতো ৪০০ চাকরিপ্রার্থী৷

মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে আলোচনা করেও আশ্বস্ত হতে পারেননি অনশনরত শিক্ষক পদপ্রার্থীরা। কারণ নিয়োগের ব্যাপারে তাঁরা লিখিত প্রতিশ্রুতি পাননি। তাই, আপাতত অনশন তুলছেন না তাঁরা। চাকরিপ্রার্থীরা যে অনশন-অবস্থান তুলছেন না, তা শুনে বিরক্ত শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, ওরা বসেই থাকুক৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, তৃতীয় কাউন্সেলিং দ্রুতই হবে। যাঁরা যোগ্য, তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =