SSK-MSK শিক্ষকদের জন্য বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর

কলকাতা: ময়ুখ ভবনের উল্টোদিকে টানা ছ’দিনে অবস্থানে বসা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে-এমএসকে টিচার্স অ্যান্ড এ এস ঐক্যমঞ্চের নেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করেন৷ বৈঠকের পর শিক্ষামন্ত্রী তাঁদের বেতনবৃদ্ধি এবং শিক্ষা দপ্তরে অনুমোদনের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দেওয়ায় অবস্থান তুলে নেওয়া হয়৷ এসএসকে-এমএসকে প্রসঙ্গে পার্থবাবু বলেন, তাঁদের নিয়ে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। মুখ্যমন্ত্রীর কাছে ওঁদের সমস্যাটি

SSK-MSK শিক্ষকদের জন্য বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর

কলকাতা: ময়ুখ ভবনের উল্টোদিকে টানা ছ’দিনে অবস্থানে বসা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে-এমএসকে টিচার্স অ্যান্ড এ এস ঐক্যমঞ্চের নেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করেন৷ বৈঠকের পর শিক্ষামন্ত্রী তাঁদের বেতনবৃদ্ধি এবং শিক্ষা দপ্তরে অনুমোদনের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার আশ্বাস দেওয়ায় অবস্থান তুলে নেওয়া হয়৷

এসএসকে-এমএসকে প্রসঙ্গে পার্থবাবু বলেন, তাঁদের নিয়ে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। মুখ্যমন্ত্রীর কাছে ওঁদের সমস্যাটি তোলা হবে। কিন্তু এসএসকে-এমএসকেগুলিতে যাঁরা পড়ান, তাঁদের যে শিক্ষক বলা যায় না, সেটিও মনে করিয়ে দেন তিনি। তাঁর দাবি, ওঁরা শিক্ষা সম্প্রসারক এবং সহায়ক। অর্থাৎ, তাঁদের দায় যে সরাসরি শিক্ষা দপ্তরের নয়, সেই ইঙ্গিত ছিল মন্ত্রীর কথায়।

একই দাবিতে রাস্তার ওপারে অবস্থানে বসেছে পশ্চিমবঙ্গ এসএসকে-এমএসকে অ্যান্ড এএ উন্নয়ন সমিতি। তাঁদের তরফে অবস্থান তোলা হয়নি। মঞ্চের অন্যতম নেতা রাজু দস্তিদার জানিয়েছেন, শিক্ষামন্ত্রীকে তাঁদের কাছে আসতে হবে। তবেই তাঁরা অবস্থান তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nineteen =