গ্রুপ-ডি পরীক্ষায় ১০০ মধ্যে ৩৫০ পেলেন পরীক্ষার্থী! ব্যাখ্যা দিল রেল

নয়াদিল্লি: ১০০ নম্বরের পরীক্ষা। অথচ ৩৫০ এর বেশি নম্বর পেলেন পরীক্ষার্থী৷ এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে রেলের গ্রুপ ডি পরীক্ষায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত হওয়ার পরেই সৌরভ কুমার নামের এক পরীক্ষার্থী স্কোর শিটের ছবি তুলে ট্যুইট করেছেন স্বয়ং রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে৷ আর তারপরেই আসরে নেমেছে রেলমন্ত্রক৷ রেলের তরফে জানিয়ে

গ্রুপ-ডি পরীক্ষায় ১০০ মধ্যে ৩৫০ পেলেন পরীক্ষার্থী! ব্যাখ্যা দিল রেল

নয়াদিল্লি: ১০০ নম্বরের পরীক্ষা। অথচ ৩৫০ এর বেশি নম্বর পেলেন পরীক্ষার্থী৷ এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে রেলের গ্রুপ ডি পরীক্ষায়।

সম্প্রতি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল৷ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রকাশিত হওয়ার পরেই সৌরভ কুমার নামের এক পরীক্ষার্থী স্কোর শিটের ছবি তুলে ট্যুইট করেছেন স্বয়ং রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে৷ আর তারপরেই আসরে নেমেছে রেলমন্ত্রক৷

রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সৌরভ কুমারের স্কোর শিটের যে ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তা আদতে ভুয়ো। বাস্তবে ওই পরীক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৯২.৫০। যা তাঁর নর্মালাইজড মার্কস। রেল বিবৃতি দিয়ে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনও গলদ নেই।

রেলমন্ত্রক জানিয়েছে, লেভেল ১ পরীক্ষার ফলাফল নিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অনেক সময়ই ‘নর্মালাইজড মার্কস’ পূর্ণমানের থেকে বেশি হতে পারে। সাধারণত কোনও নিয়োগ প্রক্রিয়া বেশ কয়েকটি শিফটে সম্পন্ন হলে কিছু বিশেষ শর্তের উপর নির্ভর করে নর্মালাইজড মার্কস দেওয়া হয় পরীক্ষার্থীদের। যাতে কোনও শিফটে তুলনায় সহজ ‘সেটে’র উপর পরীক্ষা দিয়ে একজন আবেদনকারী অন্য শিফটের অধিক কঠিন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া কারও থেকে বেশি সুবিধা পেতে না পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =