কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে কাটেনি জট৷ নিজেদের দাবিতে টানা ৮ দিনের অনশন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ যতক্ষণ না পর্যন্ত সমস্যা সামধান না হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে অনশন বিক্ষোভ৷ টানা অনশন চালাতে গিয়ে এখনও পর্যন্ত ৩১ জন অসুস্থ হয়ে পড়েছে৷ বৃহস্পতিবার নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন শ্রীবন্তী বারুই, পূর্ণিমা মান্না, সুবোধ হালদার নামের তিন চাকরিপ্রার্থী৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্য রাকেশ প্রামানিক৷ অভিযোগ, হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন চাকরিপ্রার্থীর শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ৷
অন্যদিকে, খামখেয়ালি আবহওয়ার জেরে নতুন করে বিপাকে পড়েন অনশনরত চাকরিপ্রার্থীরা৷ গত দু’দিনের বৃষ্টিকে উপেক্ষা করেও অনশন চালিয়ে গিয়েছেন চাকরিপ্রার্থীরা৷ কোনক্রমে শরীরে ত্রিপল জড়িয়ে বৃষ্টির সঙ্গে দফায় দফায় লড়াই চালিয়ে যান তাঁরা৷ কিন্তু, নতুন করে হাওয়ার অফিসের পূর্বাভাসে বেড়েছে উদ্বেগ৷ হাওয়া অফিস জানিয়েছে, মেঘ কাটলে কমবে তাপমাত্র৷ নামবে পারদ৷ ফলে, বৃষ্টির সঙ্গে লড়াই চালানোর পর এবার শীতের বিরুদ্ধে এক কাপড়ে চড়াইয়ের প্রস্তুতি অনশন মঞ্চের৷ চাকরিপ্রার্থীদের অভিযোগ, টানা ৮ দিন অনশনের পরও কেন সমস্যা সমাধানের উদ্যোগি হচ্ছে রাজ্য সরকার? অনশন মঞ্চে চাকরিপ্রার্থীদের মৃত্যু না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপই কি নেবে না সরকার? প্রশ্ন চাকরিপ্রার্থীদের৷
গত ২৮ ফেব্রুয়ারী থেকে রাজ্যের হবু শিক্ষকরা নিয়োগের দাবিতে রাজপথে বসেছে৷ কলকাতার প্রেস ক্লাবের সামনে অনশন চলছে৷ অনশন আজ ৭ দিনে পড়ল৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরের রাজপথে নিজেদের দাবিদাওয়া ছিনিয়ে নিতে অনশনে বসেছেন কমপক্ষে ৪০০ চাকরিপ্রার্থী৷ কোলেনর সন্তানকে ঘুম পাড়িয়ে অনশনে বসেছেন বাঁকুড়ার রানি সোরেন৷ চাকরির দাবিতে তাঁর লড়াই উঠে এসেছিল আজ বিকেল ডট কমের পাতায়৷ এবার সন্ধান মিলল আরও এক চাকরি প্রার্থীর৷
নাসরিন খাতুন৷ বাড়ি হুগলী জেলায়৷ মাত্র ৩ মাসের দুধের শিশুকে বুকে আগলে অনশনে নাসরিন৷ রাজপথের এক কোনে দুধের সন্তানকে দেখভাল করতে করতেই চালিয়ে যাচ্ছেন আন্দোলন৷ একদিনের দুধের সন্তানের চিৎকার, অন্যদিকে মায়ের পেয়ে খিদেকে উড়িয়ে নাসরিনও সামিল এই অনশনে৷ নিজের সন্তানের ভবিষ্যৎ গড়তে শেষ লড়াইয়ে নাসরিন বুঝে নিতে চাইছেন তাঁরা অধিকার৷ কিন্তু, কোথায় কী? সরকার যে অনড়৷ নিজেদের দাবিতে অটল নাসরিন থেকে বাঁকুড়ার রানি সোরেন৷ দাবি আদায়ে নিজের জীবনকে বাজি রাখছেন নাসরিন-রানির মতো ৪০০ চাকরিপ্রার্থী৷
মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে আলোচনা করেও আশ্বস্ত হতে পারেননি অনশনরত শিক্ষক পদপ্রার্থীরা। কারণ নিয়োগের ব্যাপারে তাঁরা লিখিত প্রতিশ্রুতি পাননি। তাই, আপাতত অনশন তুলছেন না তাঁরা। চাকরিপ্রার্থীরা যে অনশন-অবস্থান তুলছেন না, তা শুনে বিরক্ত শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, ওরা বসেই থাকুক৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, তৃতীয় কাউন্সেলিং দ্রুতই হবে। যাঁরা যোগ্য, তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।