পার্শ্বশিক্ষকদের আন্দোলনে পুলিশ বাধা, ময়ূখ ভবনে ধুন্ধুমার পরিস্থিতি

কলকাতা: সমকাজে সম বেতন চালু করা ও স্থায়ীকরণের দাবি জানিয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ ব্যারিডেট দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের৷ পুলিশের সঙ্গে হাতাতি ও ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা শিক্ষকদের৷ বৃহস্পতিবা ময়ূখ ভবনের সামনে অবস্থানে বসেন শিক্ষক সহায়কারা৷ সেখানেই ঘটে বিপত্তি৷ ডেপুটেশন কর্মসূচি ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ জানা গিয়েছে, গ্রেড পে-সহ পে

পার্শ্বশিক্ষকদের আন্দোলনে পুলিশ বাধা, ময়ূখ ভবনে ধুন্ধুমার পরিস্থিতি

কলকাতা: সমকাজে সম বেতন চালু করা ও স্থায়ীকরণের দাবি জানিয়ে চাকরিপ্রার্থীদের আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে৷ ব্যারিডেট দিয়ে মিছিল আটকানোর চেষ্টা পুলিশের৷ পুলিশের সঙ্গে হাতাতি ও ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা শিক্ষকদের৷ বৃহস্পতিবা ময়ূখ ভবনের সামনে অবস্থানে বসেন শিক্ষক সহায়কারা৷ সেখানেই ঘটে বিপত্তি৷ ডেপুটেশন কর্মসূচি ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা৷

জানা গিয়েছে, গ্রেড পে-সহ পে স্কেল চালু করা ও সমকাজে সম বেতন চালু দাবিতে আজ বিকাশ ভবনে ধর্নায় মেনেছেন কয়েক হাজার পার্শ্বশিক্ষিকা৷ পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের ডাকা এই কর্মসূচিতে বিশাল জমাতেয় হয়েছে বলেও খবর৷ দীর্ঘ দিনের দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার বিকাশ ভবনের সামনে অবস্থান ও ধর্ণা কর্মসূচির চালিয়ে যাওয়া হবে বলেও সংঠনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন পার্শ্বশিক্ষকদের আশ্বাস দিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে তিনি পার্শ্বশিক্ষক সমস্যার স্থায়ী সমাধান করবেন৷ স্থায়ী শিক্ষকদের মতো বেতন দেওয়ার আশ্বাসও দেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, ক্ষমতায় আসার পর কথা রাখেননি মমতা৷ পরিবর্তনের সরকারের ৭ বছরেও কোনও প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলেও অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *