EPF থেকে GPF সংক্রান্ত কয়েকটি তথ্য যা আপনাকে জানতেই হবে!

নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ও জেনারেল প্রভিডেন্ট ফান্ডের মধ্যে কয়েকটি পার্থক্য আছে৷ বেতন থেকে একটা অংশ কেটে নিয়ে সেটি ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে৷ বেতুনভুক কর্মীদের ক্ষেত্রে সেটি বাধ্যতামূলক৷ আর জিপিএফের সুবিধা শুধু সরকারি কর্মীরা পেয়ে থাকেন৷ এই দুটি সঞ্চয় প্রকল্পের সুদের হার নিয়মিত ব্যবধানে সরকার ঠিক করে থাকে। দেখুন ইপিএফ ও জিপিএফ নিয়ে কয়েকটি তথ্য৷

EPF থেকে GPF সংক্রান্ত কয়েকটি তথ্য যা আপনাকে জানতেই হবে!

নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ও জেনারেল প্রভিডেন্ট ফান্ডের মধ্যে কয়েকটি পার্থক্য আছে৷ বেতন থেকে একটা অংশ কেটে নিয়ে সেটি ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে৷ বেতুনভুক কর্মীদের ক্ষেত্রে সেটি বাধ্যতামূলক৷ আর জিপিএফের সুবিধা শুধু সরকারি কর্মীরা পেয়ে থাকেন৷ এই দুটি সঞ্চয় প্রকল্পের সুদের হার নিয়মিত ব্যবধানে সরকার ঠিক করে থাকে। দেখুন ইপিএফ ও জিপিএফ নিয়ে কয়েকটি তথ্য৷

ইপিএফ অ্যাকাউন্ট: কোনও একটি সংস্থার কর্মীর সংখ্যা ২০-র বেশি হলে সেখানে ইপিএফের সুবিধা দেওয়া বাধ্যতামূলক৷ এখানে কর্মী ও সংস্থা একই হারে টাকা জমিয়ে থাকে৷ গত মাসে ইপিএফের সুদের হার বেড়ে হয়েছে ৮. ৬৫ শতাংশ৷ চাকরি ছেড়ে দেওয়ার সময় ইপিএফ বন্ধ করে দেওয়া যায়৷ তাছাড়া নতুন কোনও সংস্থায় যোগ দিলে সেখানে টাকাটা স্থানান্তরও করে নেওয়া যায়৷ ঋণ নেওয়ার ক্ষেত্রে ইপিএফ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়৷

জিপিএফ অ্যাকাউন্ট: নিজের বেতনের কিছুটা দিয়ে জিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন৷ জিপিএফের সুদের হার ৮ শতাংশ। কোনও কর্মী সাসপেন্ড না থাকলে অন্য সমস্ত সময় জিপিএফ অ্যাকাউন্টের সুবিধা পাওয়া যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 12 =