কলকাতা: পরীক্ষায় সফল হয়েও চাকরি পাচ্ছেন না এসএসসি পদপ্রার্থীরা৷ চাকরির দাবিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে চাকরিপ্রার্থীদের অনশন৷ তাঁদের অনশন আজ ৯ দিনে পড়ল৷ নিজেদের ন্যায্য দাবি আদায় করতে অনশনে বসেছেন কমপক্ষে ৪০০ চাকরিপ্রার্থী৷ এদের মধ্যেই এমন কয়েকজন চাকরিপ্রার্থী আছেন, যাঁরা নিজেদের দুধের শিশুকে সঙ্গে নিয়েই অনশন করছেন৷ ছিলেন অন্ত্বঃসত্তা মহিলাও৷ প্রত্যেকদিনই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন, তবুও কেউ লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাওয়ার নয়৷ আজ পর্যন্ত অসুস্থের সংখ্যা ৩৪ ছাড়িয়েছে৷ রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না৷
বৃহস্পতিবার অনশনরত হবু শিক্ষকদের সঙ্গে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা৷ এদিন রাহুল সিনহা বলেন, “এতজন যোগ্য চাকরি প্রার্থী ন্যায্য দাবি নিয়ে এইভাবে খোলা আকাশের নিচে বসে আছে এর থেকে বেশি লজ্জার তো কিছু হতে পারে না৷ সারা রাজ্যে ৭৫ হাজার শিক্ষকের আসন ফাঁকা রয়েছে৷ সেখানে সাট হাজার জন শিক্ষককে চাকরি দিচ্ছেনা রাজ্য সরকার৷’’
তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী নিজে একজন৷ তিনি কীভাবে মহিলা চাকরিপ্রার্থীদের সমস্যা বরদাস্ত করছেন৷” নারী দিবসে মমতাকে আহ্বান করে বলেন, “নারী দিবসে আপনি নারীদের প্রতি সম্মান দিতে মিছিল বের করবেন৷ যদি আপনার নারীদেরকে সত্যি সম্মান দিতে হয় তবে, আপনি এখানে এসে এদের মুখে হাসি ফোটান৷”