নয়াদিল্লি: রেলের গ্রুপ ডি পরীক্ষায় মোট ১০০ নম্বরের থেকে বেশি পেয়েছেন এক হাজারেরও বেশি পরীক্ষার্থী। রেলমন্ত্রক সূত্রেই এই খবর জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই সম্প্রতি প্রকাশিত রেলের গ্রুপ ডি পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে।
রেল সূত্রের খবর, এরকম মোট পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯০ জন। এবং তাঁদের একটি বড় অংশই পরীক্ষা দিয়েছিলেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) চণ্ডীগড় জোন থেকে। গতকালই সৌরভ কুমার নামের এক পরীক্ষার্থী রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে ট্যুইট করে জানান, পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৩৫০ নম্বরের বেশি। নিজের স্কোর শিটের ছবিও ট্যুইট করেন ওই পরীক্ষার্থী। কিছু পরেই রেলমন্ত্রক ‘আসল’ স্কোর শিটের ছবি প্রকাশ করে জানিয়ে দেয়, আগেরটি ভুয়ো। ওই পরীক্ষার্থী বাস্তবে পেয়েছেন ৯২ নম্বর (নর্মালাইজড মার্কস)। কিন্তু আজ ফের এতজন আবেদনকারীর রেজাল্ট সংক্রান্ত একইরকম তথ্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে।