উচ্চ প্রাথমিকে বাড়ছে শূন্যপদের সংখ্যা, SSC-র দপ্তরে নয়া তালিকা

কলকাতা: নিয়োগের দাবিতে মেয়ো রোডে চলছে SSC চাকরিপ্রার্থীদের ১০ দিনের অনশন, অন্যদিকে উচ্চ প্রাথমিকে সিট বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ খুব শীঘ্রই ভাল খবর পেতে চলেছে উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চারকিপ্রার্থী৷ বিকাশ ভবন সূত্রে খবর, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য ৬

81427f817e8fa4d0f1e33f10036de09c

উচ্চ প্রাথমিকে বাড়ছে শূন্যপদের সংখ্যা, SSC-র দপ্তরে নয়া তালিকা

কলকাতা: নিয়োগের দাবিতে মেয়ো রোডে চলছে SSC  চাকরিপ্রার্থীদের ১০ দিনের অনশন, অন্যদিকে উচ্চ প্রাথমিকে সিট বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ খুব শীঘ্রই ভাল খবর পেতে চলেছে উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চারকিপ্রার্থী৷

বিকাশ ভবন সূত্রে খবর, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য ৬ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভা অনুমোদন করেছিল৷ সেগুলি এসএসসি’র কাছে পাঠানো হয়েছে বলে খবর৷ ‘নিউ সেট আপ’ স্কুলের জন্য এই পদগুলি তৈরি হয়েছে বলে বিকাশ ভবন সূত্রে খবর৷ সেগুলি চলতি কাউন্সেলিংয়ে যোগ করা হবে, নাকি পরের পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে, তা ঠিক করার ভার এসএসসি’র উপর ছাড়া হয়েছে৷ বিকাশ ভবন থেকে শূন্যপদের তালিকা কমিশনে পৌঁছানো নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন চাকরিপ্রার্থীরা৷ কিন্তু, লাগাতার চাকরিপ্রার্থীদের অন্দোলনের জেরে অবশেষে ৬ হাজারের মতো বাড়তি শূন্যপদের তালিকা বিকাশ ভবনের তরফে কমিশনের পাঠানো হয়েছে বলে খবর৷ তবে, মোট কত শূন্যপদে নিয়োগ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ চাকরিপ্রার্থীদের দাবি ছিল, অন্তত ৩০ হাজার শূন্যপদে নিয়োগ৷ সেই বিষয়ে এখনই কোনও তথ্য কমিশন ও বিকাশ ভবনের তরফে দেওয়া হয়নি৷

চাকরিপ্রার্থীদের দাবি মেনে শুক্রবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের তৃতীয় দফার কাউন্সেলিংয়ের কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন৷ ৬ মার্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন এসএসসি’র চেয়ারম্যান সৌমিত্র সরকার৷

বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিক স্তরে  ২৬ থেকে ২৯ মার্চ এবং ১ এপ্রিল কাউন্সেলিংয়ের কথা ঘোষণা করা হয়েছে৷ ২৬০০ শূন্যপদ নিয়োগের কথাও জানিয়েছে কমিশন৷  উচ্চ মাধ্যমিকের ৭৫০টি পদ পূরণের জন্য কাউন্সেলিং হবে ১৯ এবং ২০ মার্চ৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকে উন্নীত স্কুলগুলির জন্য মোট ৫৪৪টি শূন্যপদ তৈরি করা হয়েছে৷ ২৭২টি স্কুলের প্রতিটিকে দেওয়া হয়েছে দু’টি করে শূন্যপদ৷ তবে, সেটি এসএসসির কাছে আসতে এখনও দেরি আছে৷ তৃতীয় কাউন্সেলিংয়ে সেগুলি যোগ হওয়ার সম্ভাবনা আপাতত নেই বলেই খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *