একজনের মৃত্যুর বদলা নিতেই ৯০ জনের রক্তপাত! হুঙ্কার জঙ্গিগোষ্ঠী টিটিপি’র

একজনের মৃত্যুর বদলা নিতেই ৯০ জনের রক্তপাত! হুঙ্কার জঙ্গিগোষ্ঠী টিটিপি’র

পেশোয়ার: পাকিস্তানের পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় এক মসজিদে প্রার্থনার সময় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯০ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিগোষ্ঠী। কিন্তু কেন এই হামলা করা হল? সেই নিয়েও হুঙ্কার-বার্তা দিয়েছে তারা। বলা হয়েছে, ১ জনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ৯০ জনের বলি দিয়েছে তারা। কে সেই একজন, তা জানতে হবে। 

আরও পড়ুন: আত্মঘাতী হামলা মসজিদে, পাকিস্তানে মৃত্যু বেড়ে ৯০

উমর খালিদ খুরাসানির মৃত্যুর বদলা নিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিগোষ্ঠী। এক সময়ে টিটিপির কমান্ডার ছিল এই খুরাসানি। ২০২২ সালের আগস্ট মাসে পাকিস্তান সেনার গুলিতে নিহত হয় সে। পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমের দাবি করেছে, দাদার মৃত্যুর বদলা নেওয়ার জন্য বহু সময় থেকেই এমন একটি হামলার প্রস্তুতি চালাচ্ছিল তাঁর ভাই। অবশেষে পরিকল্পনা করেই সোমবার মসজিদে হামলা চালানো হয়। প্রসঙ্গত, পেশোয়ারের ওই মসজিদে প্রার্থনা চলাকালীন আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। এখনও পর্যন্ত যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ২৭ জন পুলিশকর্মী। হামলার সময় ৪০০ জনের বেশি ছিল মসজিদে।

তবে খুরাসানি শুধু টিটিপি কমান্ডার ছিল তাই নয়। প্রথমে পাকিস্তানের জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদিনে যোগ দেয় সে। কিছু বছর পর টিটিপির সদস্য হয়। এরপর ২০১৪ সালে টিটিপির শাখা সংগঠন জামাত-উল-আহরারের প্রতিষ্ঠা করে সে। এই জঙ্গি সংগঠনের মূল কাজই ছিল সংখ্যালঘু, সেনা জওয়ানদের ওপর হামলা চালানো।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 3 =