কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে অনিশ্চয়তা কাটল জলসম্পদ উন্নয়ন দপ্তরের অধীনে ডেটা এন্ট্রি অপারেটদের। ওই পদে কর্মরত প্রায় ৭০ জনকে ২০১৫ সালে অস্থায়ীভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। যাঁরা জলসম্পদ উন্নয়ন ডাইরেক্টরেট, রাজ্য জল অনুসন্ধান ডাইরেক্টরেট সহ বিভিন্ন অফিসে কর্মরত ছিলেন।
কিন্তু চলতি বছরের ১ জানুয়ারি থেকে তাঁদের চাকরির মেয়াদ নতুন করে বাড়েনি। স্বভাবতই বেতন অনিশ্চিত হওয়া থেকে কাজের নিশ্চয়তা নিয়েই বড়সড় প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে কর্মীদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষ আর্জি জানানো হয়েছিল। তাতেই হল সমস্যার সমাধান। জলসম্পদ উন্নয়ন দপ্তরের প্রধান সচিব হৃদেশ মোহন শনিবার এ প্রসঙ্গে বলেন, অর্থ দপ্তরের তরফে ওই ডেটা এন্ট্রি অপারেটরদের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তের অনুমোদন মিলেছে। ওই পদে কর্মরতদের আশঙ্কার কোনও কারণ নেই বলেও জানিয়েছেন বিভাগীয় এই শীর্ষ আমলা। তারপরই হাসি ফুটেছে অনিশ্চয়তার মুখ থেকে বেরিয়ে আসা অস্থায়ী এই কর্মীদের।