ভোটের দিন ঘোষণা কমিশনের, কোন পথে SSC-র ভবিষ্যত? চূড়ান্ত দুর্যোগের আশঙ্কা

কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে জাতীয় নির্বাচন কমিশন৷ আজ বিকালেই এই ঘোষণা হওয়ার কথা৷ আজ বিকেল পাঁচটার পর যদি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তাহলে তার পরপরই জারি হয়ে যাবে নির্বাচনী বিধিনিষেধ৷ গোটা প্রশাসনের লাগাম চলে যাবে কমিশনের হাতে৷ করা যাবে না কোনও ঘোষণা বা বিজ্ঞপ্তি৷ এই এতেই দুর্যোগের

8889d14736f99d56923ba682386b9b0d

ভোটের দিন ঘোষণা কমিশনের, কোন পথে SSC-র ভবিষ্যত? চূড়ান্ত দুর্যোগের আশঙ্কা

কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে আজই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেবে জাতীয় নির্বাচন কমিশন৷ আজ বিকালেই এই ঘোষণা হওয়ার কথা৷ আজ বিকেল পাঁচটার পর যদি ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যায়, তাহলে তার পরপরই জারি হয়ে যাবে নির্বাচনী বিধিনিষেধ৷ গোটা প্রশাসনের লাগাম চলে যাবে কমিশনের হাতে৷ করা যাবে না কোনও ঘোষণা বা বিজ্ঞপ্তি৷ এই এতেই দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে SSC-র অনশনরত চাকরি-প্রার্থীদের অন্দরে৷ আন্দোলন ও সমস্যা সমাধান ঘিরেও চূড়ান্ত দোলাচলে চাকরি-প্রার্থীদের অন্দরে৷ তবে, নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে দোলাচল তৈরি হলেও নিজেদের দাবিতে এখনও অনড় অনশনরত সফল প্রার্থীদের একাংশের৷

SSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হোক ভোটের ঘোষণা৷ কিন্তু, তাঁরা তাঁদের ন্যায্য দাবি থেকে সরে দাঁড়াবেন না৷ প্রয়োজনে মৃত্যুর কাছে হার স্বীকার করতে রাজি, তবুও নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অনশন থেকে উঠে যাতে নারাজ প্রার্থীরা৷

পর্যবেক্ষক মহলের আশঙ্কা, সোমবার থেকে নির্বাচনী বিধি কার্যকর হয়ে গেলে অনশন চালিয়ে যাওয়ার অনুমতি খারিজ করতে দিতে পারে পুলিশ৷ সেক্ষেত্রে পুলিশ চাকরিপ্রার্থীদের বুঝিয়ে আদৌও অনশন প্রত্যাহার করিয়ে নিতে পারে কি না, তা নিয়েও জারি সংশয়৷ কেননা, নিজেদের দাবিদাওয়া মেটাতে ১১ দিন অনশন চালিয়ে যাওয়ার পর চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ-জেদ আরও তিক্ষণ হয়েছে৷ ফলে, এই পরিস্থিতি দাঁড়িয়ে পরিস্থিতি কোন পথে মোড় নেবে তা নিয়ে রীতিমতো আশঙ্কায় রয়েছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

আজ, ১১ দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন৷ হেলদোল নেই রাজ্য সরকারের। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের চাওয়া হলেও শুক্রবার অনশন মঞ্চের অদূরের সভা করলেও ‘ফিরেও’ দেখননি মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ চাকরিপ্রার্থীদের অনশনের পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন শিক্ষামন্ত্রী৷ চাকরিপ্রার্থীদের নিয়ে সরকার-বিরোধী টানাপোড়েন শুরু হলেও টানা অনশনের জেরে এখনও পর্যন্ত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে৷ শনিবার নতুন করে চার জন চাকরিপ্রার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে৷

ভোটের দিন ঘোষণা কমিশনের, কোন পথে SSC-র ভবিষ্যত? চূড়ান্ত দুর্যোগের আশঙ্কাSSC ছাত্র যুব অধিকার মঞ্চের তরফে রাকেশ প্রামাণিক বলেন, ‘‘আজ আজ নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন ৩ জন৷ কৌশিক নস্কর, ঝান্টু হালদার, জয়ন্তী সেন অসুস্থ হয়ে পড়েছেন৷ গৌর কাস্যের অবস্থা আশঙ্কাজনক৷ দু’দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ এই ভাবে টানা অনশন চললে আমাদের মৃত্যু অনিবার্য৷ এভাবে আর কত দিন আমাদের কষ্ট করতে হবে জানি না৷ তবে, দাবি পূরণের জন্য আমরা মৃত্যুকেও উপেক্ষা করতে রাজি৷’’

মৃত্যুকে উপেক্ষা করে টানা ১০ দিন চাকরিপ্রার্থীরা অনশন চালিয়ে যাওয়ার পিছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগও তুলেছেন শিক্ষামন্ত্রী৷ বৃহস্পতিবার এসএসসি চাকরিপ্রার্থীদের একরোখা মনোভাবে রাজনীতির রঙ লেগেছে বলে আশঙ্কা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজনীতির রঙ নয়, সরকারের নজর কাড়তেই এবার অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘‘অনশনের পেছনে কলকাঠি নাড়ছে রাজনৈতির৷ আলোচনার পরও যদি ওরা অনশন করে, আমি কী করতে পারি বলুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *