দেশের অর্থনীতির অভিমুখ কোনদিকে? আভাস আর্থিক সমীক্ষা রিপোর্টে

দেশের অর্থনীতির অভিমুখ কোনদিকে? আভাস আর্থিক সমীক্ষা রিপোর্টে

নয়াদিল্লি: বুধবার দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। তার আগে মঙ্গলবার লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশে অর্থনীতির গতি আগামী দিনে কোন দিকে যেতে চলেছে তার একটা ইঙ্গিত দিয়েছে এই রিপোর্ট। তবে সেই রিপোর্ট কি ইতিবাচক? বিশেষজ্ঞরা তেমনটা মনে করছেন না। তবে কী বলা হয়েছে এই রিপোর্টে? 

আরও পড়ুন- লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মার আত্মসমর্পণ, কয়লা পাচারকাণ্ডে অন্য মোড়

লোকসভায় পেশ করা এই সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস, আসন্ন ২০২৩-২৪ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমান অর্থবর্ষে (২০২২-২৩) আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ এবং গত অর্থবর্ষে (২০২১-২২) এই বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, গত তিনটি অর্থবর্ষের মধ্যে বৃদ্ধির হার সর্বনিম্নে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামী অর্থবর্ষে। এক কথায়, দেশে অর্থনীতির গতি ফিরছে না আগামী এক বছরে। এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বিগত ২ বছরের পরিস্থিতিকে। করোনার কারণে প্রায় সমস্ত পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। আমদানি, রফতানিতে প্রভাব পড়েছে মারাত্মকভাবে। তার রেশ যে এখনই যাচ্ছে না, এটা পরিষ্কার। 

যদিও চলতি বছরের বাজেট কেমন হবে, তা নিয়ে মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের সাধারণ বাজেটের দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকবে। আর সাধারণ মানুষের কোনও চিন্তার কিছু নেই, কারণ বাজেটে আমজনতার আকাঙ্খা পূরণের সবরকমের চেষ্টা করা হবে। ভারতের আম জনতা যাতে এই বাজেট নিয়ে আশ্বস্ত হতে পারেন, সেই বার্তাই দিয়েছেন তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =