শিক্ষক নিয়োগে আদৌ পড়বে ভোটের প্রভাব? জবাব SSC-র

আজ বিকেল: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ চালু হয়েছে নির্বাচনী বিধিনিষেধ৷ নির্বাচনী আচরণবিধি চালু হলেও আদৌ কোনও প্রভাব পড়বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়৷ SSC চাকরি-প্রার্থীদের এই আশঙ্কার কথা প্রকাশ করে আগেই প্রতিবেদন প্রকাশ হয়েছিল আজ বিকেল ডট কমে৷ চাকরি-প্রার্থীদের সেই আশঙ্কার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ জানা

90cfdeb664d30657923fa22c61bf1e4a

শিক্ষক নিয়োগে আদৌ পড়বে ভোটের প্রভাব? জবাব SSC-র

আজ বিকেল: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসবের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ চালু হয়েছে নির্বাচনী বিধিনিষেধ৷ নির্বাচনী আচরণবিধি চালু হলেও আদৌ কোনও প্রভাব পড়বে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়৷ SSC চাকরি-প্রার্থীদের এই আশঙ্কার কথা প্রকাশ করে আগেই প্রতিবেদন প্রকাশ হয়েছিল আজ বিকেল ডট কমে৷ চাকরি-প্রার্থীদের সেই আশঙ্কার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷

জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চালিয়ে যেতে নির্বাচন কমিশনে চিঠি দিতে চলেছে কমিশন৷ ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে কমিশনের জারি করা কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি পালনে কোনও প্রভাব পড়বে না বলেই কমিশন সূত্রে খবর৷ কেননা, নিয়ম অনুযায়ী ভোট ঘোষণার পর নতুন করে কোনও বিজ্ঞপ্তি বা ঘোষণা করা যায় না৷ কিন্তু, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি আগেই জারি করেছে কমিশন৷ নিয়ম অনুযায়ী কোনও সমস্যা হওয়ার কথা না থাকলেও প্রশাসনিক কাঠামো অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গোটা বিষয়টি জানানো হবে বলে জানা গিয়েছে৷

গত শুক্রবার নবম-দশম ও একাদশ-দ্বাদশে তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত করে কমিশন৷ জানানো হয়, নবম-দশমে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ২৬ থেকে ১ এপ্রিল‌ পর্যন্ত কাউন্সেলিং হবে৷ একাদশ ও দ্বাদশে ওয়েটিং প্রার্থীদের ১৯ ও ২০ মার্চ কাউন্সেলিংয়ের দিন নির্ধারণ করা হয়৷ কমিশন সূত্রে খবর, বড়সড় কোনও অঘটন না ঘটলে পূর্বের বিজ্ঞপ্তি বদল হওয়ার কোনও সম্ভাবনা থাকছে না৷ কেননা, গোটা নিয়োগ প্রক্রিয়া বছর তিনেক পুরানো৷ কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি ভোট ঘোষণা আগেই জারি করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *