ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, বাজেটে বাড়ল সিগারেটের দাম

ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, বাজেটে বাড়ল সিগারেটের দাম

7408eb02fcf30ebc1d6e83206cf296d7

নয়াদিল্লি: ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ৷ দাম বাড়ছে সিগারেটের। পাশাপাশি মোবাইল, টিভির প্যানেল ইত্যাদির অন্তঃশুল্কে ছাড়া ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি জানান, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে৷ ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম৷

আরও পড়ুন- মহিলাদের জন্য বিশেষ স্বল্পসঞ্চয়ী প্রকল্প ঘোষণা অর্থমন্ত্রীর, ২ বছরে রাখা যাবে ২ লক্ষ টাকা

সরকারের লক্ষ্য, সাধারণ মানুষের মধ্যে তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানো ৷ সেই কারণেই এবার নতুন এই সেস চাপল সিগারেটের উপরে৷ আবার উল্টো দিকে সরকারের আয়ের পথও কিছুটা সুগম হল৷  সিগারেটের দাম বৃদ্ধি হলেও মোবাইল ফোন, টিভি-র দাম কমানোর সম্ভাবনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ টিভি তৈরির প্যানেলের প্রয়োজনীয় সেলের উপরে আমদানি শুল্ক কমিয়ে আড়াই শতাংশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ একই ভাবে মোবাইলের যন্ত্রাংশ আমদানির উপরেও শুল্ক হ্রাসের কথা জানিয়েছেন তিনি৷ 

আগামী বছর লোকসভা নির্বাচন৷ তার আগে এটিই ছিল মোদী  সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য আয়করে ছাড় অনেকটা বাড়িয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ মহিলাদের জন্যেও নতুন সঞ্চয় প্রকল্পের ঘোষণা করা হয়েছে৷ প্রবীণ নাগরিকদেরও সঞ্চয়ের উপরে আয়করের ক্ষেত্রে ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে বাজেটে৷ তবে ধূমপায়ীদের পকেটের চাপ কিছুটা হলেও বাড়িয়ে দিলেন সীতারমন৷