ভোটের গেরোয় থমকে যাবে SSC-র নিয়োগ? জবাব দিল নির্বাচন কমিশন

কলকাতা: সদ্য শেষ হয়েছে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফায় তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের কাজ৷ এখনও বাকি ইন্টার্ভিউ প্রক্রিয়া৷ আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাদশ ও দ্বাদশে ওয়েটিং প্রার্থীদের তৃতীয় কাউন্সেলিংয়৷ তারপরই ২৬ থেকে ১ এপ্রিল পর্যন্ত নবম-দশমে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয় হওয়ার কথা রয়েছে৷ কিন্তু, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কাউন্সেলিংয়ের দিন আগাম ধার্য হওয়ায় বাড়ে

ভোটের গেরোয় থমকে যাবে SSC-র নিয়োগ? জবাব দিল নির্বাচন কমিশন

কলকাতা: সদ্য শেষ হয়েছে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফায় তথ্য যাচাই বা ডক্যুমেন্ট ভেরিফিকেশনের কাজ৷ এখনও বাকি ইন্টার্ভিউ প্রক্রিয়া৷ আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাদশ ও দ্বাদশে ওয়েটিং প্রার্থীদের তৃতীয় কাউন্সেলিংয়৷ তারপরই ২৬ থেকে ১ এপ্রিল‌ পর্যন্ত নবম-দশমে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয় হওয়ার কথা রয়েছে৷ কিন্তু, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কাউন্সেলিংয়ের দিন আগাম ধার্য হওয়ায় বাড়ে উৎকণ্ঠা৷ চাকরিপ্রার্থীদের সেই উৎকণ্ঠা কাটাতে এবার সরাসরি নিজেদের অবস্থান জানিয়ে দিল নির্বাচন কমিশন ও SSC৷

লোকসভার ভোট ঘোষণার পরে নির্বাচনী বিধি মেনে সরকার নতুন কারও কাউন্সেলিং বা নিয়োগের ব্যবস্থা করতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ সংবাদ মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া চালুর অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে৷

নির্বাচন কমিশনের তরফেও নিয়োগ সংক্রান্ত অবস্থান স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷ নির্বাচনী বিধি মেনে আদৌ নিয়োগ সম্ভব কি না, সংবাদমাধ্যমে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার সঞ্জয় বসু জানিয়েছেন, আগে থেকে নিয়োগ প্রক্রিয়া চালু থাকলে তো সমস্যা নেই। কিন্তু নতুন করে কাউন্সেলিংয়ের তারিখ বা পরীক্ষার ফল ঘোষণা করা যাবে না।

কমিশনের খবর, তৃতীয় দফার কাউন্সেলিংয়ের তারিখ আগেই ধার্য হয়েছে। ১৯-২০ মার্চ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের এবং ২৬-২৯ মার্চ আর ১ এপ্রিল নবম-দশম শ্রেণির শিক্ষকদের কাউন্সেলিং হওয়ার কথা। তবে তার পরেও অনেকের ডাক পাওয়া বাকি৷ এই পরিস্থিতিতে এসএসসির আবেদন খতিয়ে দেখা হবে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে৷

গত ১২ মার্চ নবম-দশম ও একাদশ-দ্বাদশে তৃতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত করে কমিশন৷ জানানো হয়, নবম-দশমে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ২৬ থেকে ১ এপ্রিল‌ পর্যন্ত কাউন্সেলিং হবে৷ একাদশ ও দ্বাদশে ওয়েটিং প্রার্থীদের ১৯ ও ২০ মার্চ কাউন্সেলিংয়ের দিন নির্ধারণ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 11 =