বেতন না পেয়ে উনুন জ্বলছে না প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী পরিবারে

নয়াদিল্লি: একেবারে ডাহা লস৷ দিনে দিনে চওড়া হচ্ছে ক্ষতির বহর৷ আর তারই প্রভাবে গৃহস্থে উনুন জ্বলছে না রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর ১,৭৬,০০০ কর্মী পরিবারে৷ সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত দু’মাস ধরে বেতন বন্ধ পাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার কর্মীরা৷ ভোটের মুখে গত ফেব্রুয়ারি মাসের বেতন না পেয়ে ক্ষতিগ্রস্ত ১,৭৬,০০০ কর্মী পরিবার৷ কবে বকেয়া মিটবে, তার

বেতন না পেয়ে উনুন জ্বলছে না প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী পরিবারে

নয়াদিল্লি: একেবারে ডাহা লস৷ দিনে দিনে চওড়া হচ্ছে ক্ষতির বহর৷ আর তারই প্রভাবে গৃহস্থে উনুন জ্বলছে না রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর ১,৭৬,০০০ কর্মী পরিবারে৷ সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত দু’মাস ধরে বেতন বন্ধ পাচ্ছেন কেন্দ্রীয় সংস্থার কর্মীরা৷ ভোটের মুখে গত ফেব্রুয়ারি মাসের বেতন না পেয়ে ক্ষতিগ্রস্ত ১,৭৬,০০০ কর্মী পরিবার৷ কবে বকেয়া মিটবে, তার কোনও দিশাও দেখতে পাচ্ছেন না কর্মীরা৷ ভোটের বাজারে বেতন আদৌ মিলবে কি না তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা৷

জানা গিয়েছে, বছরে BSNL-এর যা আয়, তার ৫৫ শতাংশ কর্মীদের বেতন দিতেই চলে যায়৷ প্রতিবছর ৮ শতাংশ হারে সেই খরচ বাড়ছে৷ কিন্তু সংস্থার আয় কোনওভাবেই বাড়ছে না৷ ইতোমধ্যেই টেলিকম মন্ত্রী মনোজ সিনহার সঙ্গে দেখা করেছেন সংস্থার কর্মীরা। অবিলম্বে তাঁদের বকেয়া বেতন চোকাতে বরাদ্দ মঞ্জুর করুন মন্ত্রী৷ সেইসঙ্গে সংস্থার পুনরুজ্জীবনের দাবিও জানিয়েছেন কর্মীরা৷

কিন্তু, হঠাৎ কেন এই সমস্যা? রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের হিসাবের খাতা বলছে, গত প্রায় ৮ বছর ধরে ক্ষতির অংক কষেয় চলেছে এই সংস্থা৷ গত ২০১৮ অর্থবর্ষে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০০০ কোটি টাকা৷ ২০১৭ অর্থবর্ষের ক্ষতির বহর ছিল ৪৭৮৩ কোটি টাকা৷ এবছর সমস্ত রেকর্ড ভেঙে ক্ষতির বহর আরও চওড়া করতে পারে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল৷ ফলে, তার প্রভাব পড়েছে কর্মচারীদের হেঁসেলও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =