সরকারি তহবিল নয় পিএম কেয়ার, RTI দরকার নেই! ফের জানাল কেন্দ্র

সরকারি তহবিল নয় পিএম কেয়ার, RTI দরকার নেই! ফের জানাল কেন্দ্র

a25237a3b9cbbb4cfb616225d7cad117

নয়াদিল্লি: করোনাকালে গঠিত হওয়ার পিএম কেয়ার ফান্ড নিয়ে বিতর্ক কিছু কম নেই। এখানে টাকা কোথা থেকে আসছে এবং তা কোথায়, কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। বিরোধীরা এও অভিযোগ করে যে, এই ফান্ডের টাকা বিজেপি সরকার নিজেদের সুবিধার্থে খরচ করছে। যদিও এই সব বিতর্ক নিয়ে সেইভাবে কোনও উত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার। তবে আদালতে এই ইস্যুতে তারা মুখ খুলেছে। আগেও তারা যা যুক্তি দিয়েছে এবারেও একই যুক্তি দিল।

আরও পড়ুন- ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ, বাজেটে বাড়ল সিগারেটের দাম

দিল্লি হাইকোর্টে কেন্দ্র হলফনামা দিয়ে ফের একবার জানিয়েছে, পিএম কেয়ার ফান্ড সরকারি তহবিল নয়, একটি সেবামূলক তহবিল। তাই তথ্যের অধিকার আইন বা RTI এক্ষেত্রে প্রযোজ্য নয়। এই ফান্ডের অর্থ নয়ছয় নিয়ে যতবার অভিযোগ উঠেছে  ততবার একই ধরনের জবাবদিহি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। এবারেও তাই এর কোনও ব্যতিক্রম হল না। তবে বলা ভালো, বিতর্ক কিন্তু আরও বাড়ল। উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে পিএম কেয়ার তহবিল গঠন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ে তাঁর বার্তা ছিল, কোভিডের বিরুদ্ধে লড়াই করতেই এই তহবিল গঠন করা হয়েছে।