ফের থমকে গেল DA মামলার ভবিষ্যত, নয়া আর্জি সুপ্রিমকোর্টে

কলকাতা: আরও জটিল হতে চলেছে DA মামলার ভবিষ্যত৷ একতরফা শুনানি রুখতে সুপ্রিমকোর্টে ক্যভিয়েট দাখিল সরকারি কর্মচারীদের৷ কলকাতা হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ হওয়ার পর আজ স্যাপে ছিল গুরুত্বপূর্ণ ডিএ মামলার শুনানি৷ কিন্তু, বিচারপতি না আসায় স্যাপে পিছল ডিএ মামলার শুনানি৷ আগামী ১৮ এপ্রিল ফের স্যাপে উঠতে পারে মামলা৷ ফলে, মনে করা হচ্ছে, ভোটের আগে ডিএ মামলার

f53d9ecb4f2d690989904656c09d20d7

ফের থমকে গেল DA মামলার ভবিষ্যত, নয়া আর্জি সুপ্রিমকোর্টে

কলকাতা: আরও জটিল হতে চলেছে DA মামলার ভবিষ্যত৷ একতরফা শুনানি রুখতে সুপ্রিমকোর্টে ক্যভিয়েট দাখিল সরকারি কর্মচারীদের৷ কলকাতা হাইকোর্টে রাজ্যের আবেদন খারিজ হওয়ার পর আজ স্যাপে ছিল গুরুত্বপূর্ণ ডিএ মামলার শুনানি৷ কিন্তু, বিচারপতি না আসায় স্যাপে পিছল ডিএ মামলার শুনানি৷ আগামী ১৮ এপ্রিল ফের  স্যাপে উঠতে পারে মামলা৷ ফলে, মনে করা হচ্ছে, ভোটের আগে ডিএ মামলার ফয়সলা হওয়ার কোনও সম্ভবাই নেই৷

গত ৭ মার্চ রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে হাইকোর্ট৷ আজ ছিল স্যাটের মামলার রায়দান৷ কিন্তু, তা তা হল না৷ মহার্ঘ ভাতার রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার পর ফের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য৷ এর আগে ডিএ মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের জানিয়ে দেয়, ডিএ কর্মীদের আইনি অধিকার৷ ডিএ মামলা নিয়ে গত ৩১ অগাস্টের এই রায় ফের বিবেচানার জন্য আর্জি জানায়৷ সেই আবাদনও খারিজ হয় কলকাতা হাইকোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *