কলকাতা: এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে বসেই সরাসরি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি তথা সদ্য বিজেপিতে নাম লেখানো শঙ্কুদেব পণ্ডা৷ সোমবার বিজেপির ছত্রছায়া কাটিয়ে এসএসসি ছাত্র যুব অধিকার মঞ্চে হাজির হন একদা মমতা ঘনিষ্ঠ শঙ্কু৷ অনশন মঞ্চে বসে চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন৷
সফল চাকরিপ্রার্থীদের অবিলম্বে চাকরির দাবিও জানান তিনি৷ অমশনরত চাকরিপ্রার্থীদের চাকরি দিতে না পারলে শিক্ষামন্ত্রীর পদ ছাড়া উচিত বলেও দাবি করেন তিনি৷ একই সঙ্গে শাসকদলের নেতাদের অনশন মঞ্চে এসে পরিস্থিতি দেখে যেতে বলেন শঙ্কু৷ বলেন, ‘‘আজ ৪০০ জন চাকরিপ্রার্থী রাস্তায় পড়ে রয়েছে৷ কিন্তু, কোউ কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ রাতে গুন্ডাবাহিনী এসে হুমকি দিচ্ছে৷ অনশনমঞ্চে গর্ভের ভ্রূণ নষ্ট হচ্ছে৷ এখনও পর্যন্ত ৫০ জনের বেশি অসুস্থ৷ তাঁদের ঠিকঠাক চিকিৎসা করানো হচ্ছে না৷ কী হচ্ছে এটা? শিক্ষামন্ত্রী এখন চাকরিপ্রার্থীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন৷ আমি বলব, আপনি ওই পদে বসার অযোগ্য৷ হয় চাকরি দিক, না হয় অযোগ্য শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক৷’’
কলকাতা প্রেস ক্লাবের সামনে ২০ দিন ধরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা৷ লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যেতে প্রস্তুত অনশনকারীরা৷ শিক্ষামন্ত্রী আগেই অভিযোগ করেন, এই অবস্থানে মিশেছে রাজনীতির রং৷ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও এখনও যাঁরা চাকরি পাননি, তাঁরা কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছেন৷ তালিকা আপডেট ও চাকরির দাবিতেই খোলা আকাশের নীচে অনশনে কমপক্ষে ৪০০ পরীক্ষার্থী৷ ইতিমধ্যে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন৷