‘ভোট চাইতে লজ্জা করে না?’ SSC-র অনশনে বসলেন ক্ষুব্ধ মন্দাক্রান্তা

কলকাতা: গোটা বাংলাজুড়ে যখন রঙের উৎসব চলছে, ঠিক তখনই ফাল্গুনের টানা রোদের মধ্যে দাঁড়িয়ে টানা ২৩ দিন ধরে চাকরির দাবিতে অশন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ হোলির বয়কট করে ‘বিবর্ন হোলি’ কর্মসূচিও চলছে৷ নিজেদের দাবি ছিনিয়ে আনতে রাজপথ আকড়ে অনশনে বসেছেন কমপক্ষে ৩৫০ জন চাকরিপ্রার্থী৷ এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে এবার যুবছাত্র অধিকার মঞ্চের প্রতীকী অনশনে

325632212b8439d8221abf35c0556eb4

‘ভোট চাইতে লজ্জা করে না?’ SSC-র অনশনে বসলেন ক্ষুব্ধ মন্দাক্রান্তা

কলকাতা: গোটা বাংলাজুড়ে যখন রঙের উৎসব চলছে, ঠিক তখনই ফাল্গুনের টানা রোদের মধ্যে দাঁড়িয়ে টানা ২৩ দিন ধরে চাকরির দাবিতে অশন চালিয়ে যাচ্ছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ হোলির বয়কট করে ‘বিবর্ন হোলি’ কর্মসূচিও চলছে৷ নিজেদের দাবি ছিনিয়ে আনতে রাজপথ আকড়ে অনশনে বসেছেন কমপক্ষে ৩৫০ জন চাকরিপ্রার্থী৷ এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে এবার যুবছাত্র অধিকার মঞ্চের প্রতীকী অনশনে বসলেন মন্দাক্রান্তা সেন, সুভ্রা চক্রবর্তী ও সামিতা বেনার্জি৷

‘ভোট চাইতে লজ্জা করে না?’ SSC-র অনশনে বসলেন ক্ষুব্ধ মন্দাক্রান্তাচাকরিপ্রার্থীদের অনশনে বসেই মন্দাক্রান্তা সেন জানিয়ে দেন, চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি তাঁদের সঙ্গে অনশন করবেন৷ SSC চাকরিপ্রার্থীদের দাবিকে পূর্ণ সমর্থনও জানান তিনি৷ প্রশাসনকে কটাক্ষ করে বলেন “২৩ দিন ধরে যোগ্য চাকরিপ্রার্থীরা অনশন চালিয়ে যাচ্ছেন৷ রাস্তায় পড়ে চাকরি চাইছেন সফল পরীক্ষার্থীরা৷ এর পরেও কি প্রচারে বেরিয়ে ভোট চাইতে লজ্জা করবে না নেতাদের? জানি না, সরকার আদৌ কিছু করবে কি না। সরকারের সদিচ্ছাই আমাদের একমাত্র কাম্য।” এর আগে গত বুধবার চাকরিপ্রার্থীদের ডাকা গণকনভেনশনে যোগ দিয়ে কবিতার মাধ্যমে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি৷ অন্যদিকে, শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফেও আজ SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করতে চলছে৷ কিংকর অধিকারী ও শহিদুর রহমান সহ অন্যান্যরা আজ তিনটে নাগাদ অনশন মঞ্চে যাচ্ছেন৷ 

‘ভোট চাইতে লজ্জা করে না?’ SSC-র অনশনে বসলেন ক্ষুব্ধ মন্দাক্রান্তাশুধু মন্দাক্রান্তা সেন, সুভ্রা চক্রবর্তী ও সামিতা বেনার্জিরাই নন, এসএসসি যুবছাত্র অধিকার মঞ্চের অনশন মঞ্চে দাঁড়িয়ে চাকরিপ্রার্থীদের সমর্থন জানান শিল্পী সাহিত্যিক, সমজ কর্মী, রাজনৈতিক ব্যক্তিরাও৷ ছিলেন অভিনেতা, নাট্যকার, সঙ্গীত শিল্পীরাও৷ ছিলেন নাট্য ব্যক্তিত্ব বিভাষ চক্রবর্তী৷ অভিনেতা বাদশা, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের নীতিশ রায়, অনীক দত্ত, পল্লব কীর্তিনিয়া, সিপিআইএমএল লিবারেশনের দেশব্রতী পত্রিকার সম্পাদক, বাসুদেব বসু, অতনু চক্রবর্তী, অপূর্ব ঘোষ, শ্যামল চক্রবর্তী, শতরুপ ঘোষ, সৈকত গীরি, নন্দিনী মুখোপাধ্যায়৷ ছিলেন, আইনজীবী গোপাল মণ্ডল, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি হরপ্রসাদ সমাদ্দার, অভিনেতা বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, চিকিৎসক ফুয়াদ হালিম৷ হিরন্ময় ঘোষাল, সঞ্জয় পাঠক, দীপক বেপারি, প্রতীপ নাগ, অর্পনা ধর, শুলগ্না পাল৷

অরাজনৈতিক গণ সম্মেলনে এসে বক্তব্য রাখেন ডায়মন্ডহারবার কেন্দ্রের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, অভিনেতা বাদশা মৈত্র, চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত, সাহিত্যিক মন্দাক্রান্তা সেন আন্দোলনের সমর্থনে ভাষণ দেন। অনেকেই বলেন, আরও বেশি মানুষকে এখানে নিয়ে এসে আন্দোলন করার প্রয়োজন আছে। বাদশা মৈত্র তো অনশনকারীদের রাস্তার উপর বসে পড়ার আহ্বান জানান। এখনও দাবি না মানার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *