ভোপাল: বাবা অসুস্থ। দ্রুত হাসপাতালে নিয়ে না গেলে বাঁচানো যাবে না। এদিকে, পয়সা নেই যে অ্যাম্বুলেন্সে ডাকবে৷ অগত্যা অসুস্থ বাবাকে ঠেলাগাড়িতে চাপিয়েই হাসপাতালে নিয়ে গেল ছ’বছরের ছেলে। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভাইরাল হয়ে গিয়েছে। খুদের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা৷ যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজবিকেল.কম।
আরও পড়ুন- হস্টেলের ছাদ থেকে ঝাঁপ IIT-র প্রথম বর্ষের ছাত্রের! মনে করাল ‘থ্রি ইডিয়টস’-এ রাজু রস্তোগির কথা
এই ঘটনাটি মধ্যপ্রদেশের সিংগ্রৌলীর৷ ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি ছাউনি দেওয়া ঠেলাগাড়ির উপর শুয়ে রয়েছেন এক অসুস্থ ব্যক্তি। ঠেলা গাড়ির পাশে হেঁটে হেঁটে যাচ্ছেন ওই ব্যক্তির স্ত্রী। আর পিছন থেকে সেই ঠেলাগাড়িটি ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে তাঁর খুদে সন্তান। এই ভিডিয়োটি নেটিজেনদের চোখে জল এনেছে৷ হাসপাতালের সামনেই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করা হয়৷
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার জন্য সরকারি হাসপাতালে ফোন করেছিল তাঁর পরিবার৷ যাতে অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করা যায়৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি৷ এ দিকে ওই ব্যক্তির শারীরিক অবস্থার ক্রমেই অবনতি ঘটতে থাকে৷ উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা। ২০ মিনিট অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স না আসার অগত্যা অসুস্থ স্বামীর প্রাণ বাঁচাতে তাঁকে ঠেলাগাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্ত্রী। গাড়ি ঠেলার জন্য এগিয়ে আসে তাঁর ছ’বছরের সন্তান।
6 year old child reached the hospital with his sick father on handcart pic.twitter.com/V92lb9qwUN
— Dripto Das (@DriptoDas) February 13, 2023
এই ভিডিয়োটি ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটার ইউজাররা৷ এই ঘটনার পর অনেকে মধ্যপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন। জেলা প্রশাসন তরফেও এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>