মাসে ১২ হাজার টাকা আয় নিশ্চিত করবে কংগ্রেস সরকার: রাহুল

নয়াদিল্লি: কংগ্রেস ক্ষমতায় এলে দেশের গরিব মানুষের অ্যাকাউন্টে ৭২ হাজার টাকা অনুদান দেওয়া হবে৷ সোমবার সাংবাদিক বৈঠক করে নূন্যতম রোজগার নিশ্চিত করা হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি রাহুল গান্ধীর৷ কমপক্ষে দেশের ২০ শতাংশ মানুষ এই সুবিধা পাবেন বলেও জানান তিনি৷ মাসে ১২ হাজার টাকা কম আয় হলে বাকি টাকা সরকার নিশ্চিত করবেন বলেও জানান তিনি৷

19c657739392ab859a82f9930fbc6c0b

মাসে ১২ হাজার টাকা আয় নিশ্চিত করবে কংগ্রেস সরকার: রাহুল

নয়াদিল্লি: কংগ্রেস ক্ষমতায় এলে দেশের গরিব মানুষের অ্যাকাউন্টে ৭২ হাজার টাকা অনুদান দেওয়া হবে৷ সোমবার সাংবাদিক বৈঠক করে নূন্যতম রোজগার নিশ্চিত করা হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি রাহুল গান্ধীর৷ কমপক্ষে দেশের ২০ শতাংশ মানুষ এই সুবিধা পাবেন বলেও জানান তিনি৷ মাসে ১২ হাজার টাকা কম আয় হলে বাকি টাকা সরকার নিশ্চিত করবেন বলেও জানান তিনি৷

 

Rahul Gandhi: Congress party promises that India’s 20%,most poor families will get yearly 72,000 rupees in their bank accounts under minimum basic income guarantee scheme pic.twitter.com/cGWcUErPRh

এদিন তিনি বলেন, ‘‘আমরা চাইছি, যাতে দু’টি ভারতবর্ষ চাই না৷ গবির-বড়লোকের দ্বন্দ্ব ভাঙতে চাই৷ আমাদের লক্ষ্য দারিদ্র দূরিকণ৷’’ বলেন, ‘‘আমরা পাঁচ কোটি পরিবারকে বছরে ৭২ হাজার টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব৷ যাতে তাঁদের সংসার চালাতে সুবিধা হয়৷ আমরা ২৫ কোটি জনতার মাসিক আয় ১২ হাজার টাকা নিশ্চিত করব৷ যাঁরা দারিদ্রসীমার নীচে বসবাস করে, তাঁদের জন্য এই পরিষেবা দেওয়া হবে৷’’

তবে, বিপুল পরিমাণ এই অর্থ কোথা থেকে আসবে? সরকারের কোষাগারে তার প্রভাব পড়বে না তো? এ বিষয়ে কোনও মন্তব্য করেননি রাহুল গান্ধী৷ জানিয়েছেন, প্রধানমন্ত্রী যদি শিল্পপতিদের ঋণ মকুব করে দিতে পারেন, তাহলে তিনি কেন গরিবদের জন্য এই কাজ করবেন না৷

চলতি লোকসভা নির্বাতনে মিনিমাম ইনকাম গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়ে প্রচারে ঝাঁপিয়েছেন সোনিয়া পুত্র৷ এই একই প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার পোস্টও করেছেন রাহুল গান্ধী৷ লিখেন ‘‘আমরা নতুন ভারত গড়তে পারবো না কারণ আমাদের লাখো লাখো ভাই-বোন যখন গরিবীর অভিশাপে বয়ে নিয়ে চলেছেন। যদি ২০১৯-এর সরকার গঠনের মতো ভোট পাওয়া যায় তাহলে প্রতিটি গরিব মানুষের জন্য মিনিমাম ইনকাম গ্যারান্টিকে লাগু করতে কংগ্রেস বদ্ধ পরিকর হবে। যা দেশ থেকে গরিবীও অনাহারকেও দূর করতে সাহায্য করবে। এটা আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতি৷’’ সোমবার সেই প্রকল্পে টাকা পরিমাণ উল্লেখ করে বেশ খানিকটা চমক দিয়েই ফেললেন রাহুল গান্ধী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *