অবশেষে SSC-র অনশনে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, শুরু জরুরি বৈঠক

কলকাতা: SSC চাকরিপ্রার্থীদের টানা ২৬ দিনের অনশনের পর অবশেষে পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর৷ SSC চাকরিপ্রার্থীদের অনশনের কারণ জানতে অবিলম্বে শিক্ষা দপ্তর ও স্কুল শিক্ষা কমিশনের তরফে রিপোর্ট তরল করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর৷ সূত্রের খবর, রিপোর্ট চেয়ে পাঠানোর মাত্রই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে কমিশনের৷ শিক্ষা সচিবের কাছে গোটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে খবর৷

7e438751d1f5ad9f7e444b1bdf53dd42

অবশেষে SSC-র অনশনে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, শুরু জরুরি বৈঠক

কলকাতা: SSC চাকরিপ্রার্থীদের টানা ২৬ দিনের অনশনের পর অবশেষে পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর৷ SSC চাকরিপ্রার্থীদের অনশনের কারণ জানতে অবিলম্বে শিক্ষা দপ্তর ও স্কুল শিক্ষা কমিশনের তরফে রিপোর্ট তরল করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর৷ সূত্রের খবর, রিপোর্ট চেয়ে পাঠানোর মাত্রই উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে কমিশনের৷ শিক্ষা সচিবের কাছে গোটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে খবর৷

ইতিমধ্যেই বাংলার ছাত্র আন্দোলনের সমস্ত ‘অনশন’ কর্মসূচিকে ছাপিয়ে গেল SSC চাকরি-প্রার্থীদের অনশন৷ আজ, ২৬ দিনে পড়ল চাকরি-প্রার্থীদের অনশন কর্মসূচি৷ শিক্ষামন্ত্রীর সঙ্গে তিন বার বৈঠকে বসেও মেলেনি সমাধান সূত্র৷ ফলে, নিজেদের দাবি দাওয়া নিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষকদের একাংশ৷ সাম্প্রতিক কালে বাংলার সমস্ত ছাত্র আন্দোলনকে ছাপিয়ে গেল SSC যুব ছাত্র অধিকার মঞ্চের কর্মসূচি! ভাঙতে চলেছে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরে ঐতিহাসিক অনশন কর্মসূচিও!

রবিবারই এসএসসি চাররিপ্রার্থীদের অনশনকে সমর্থনে খোলা চিঠি দিয়ে নিজের অবস্থান জানান বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ শঙ্খবাবুর মতোই চিঠি লিখে তিনি স্কুল সার্ভিস কমিশনের অনশনরত পরীক্ষার্থীদের পাশে দিয়েছেন৷  অনশনরত পরীক্ষার্থীদের সংগঠনের কাছে নিজে হাতে একটি চিঠি লিখে পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায়৷ চিঠিতে  এসএসসি পরীক্ষার্থীরা যে কষ্ট সহ্য করে এই অনশনের মাধ্যমে নিজেদের দাবি আদায়ে আন্দোলন করছেন, তার কথাও তুলে ধরেন তিনি৷ লিখেছেন, “এই অবস্থাতেও রাজ্য সরকার এই অনশনকারীদের দাবিদাওয়া মেটানোর ক্ষেত্রে কোনও সদর্থক ব্যবস্থা নিচ্ছে না৷ এটা সহ্য করা যাচ্ছে না৷ সরকারের কাছে অনুরোধ, তারা যেন এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *