ভোটের মুখে DA মামলায় গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় দুই পক্ষের হলফনামা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ জমা পড়ে গিয়েছে। আগামী ১০ এপ্রিল স্যাটে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিন স্যাটের বিচারপতিরা দুই পক্ষের পেশ করা হলফনামার উপর মামলার শুনানি গ্রহণ করবেন। গত ২৫ মার্চ স্যাটে ডিএ মামলার শুনানি হয়। স্যাট ওইদিন সরকারপক্ষ ও

ভোটের মুখে DA মামলায় গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় দুই পক্ষের হলফনামা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ জমা পড়ে গিয়েছে।

আগামী ১০ এপ্রিল স্যাটে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিন স্যাটের বিচারপতিরা দুই পক্ষের পেশ করা হলফনামার উপর মামলার শুনানি গ্রহণ করবেন। গত ২৫ মার্চ স্যাটে ডিএ মামলার শুনানি হয়। স্যাট ওইদিন সরকারপক্ষ ও মামলার আবেদনকারী সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়।

হাইকোর্ট নির্ধারিত দুই সপ্তাহের মধ্যে সরকারপক্ষকে হলফনামা দিতে বলা হয়। গত ২৮ মার্চ সরকারপক্ষ স্যাটের কাছে হলফনামা পেশ করে। মামলার আবেদনকারীকেও ওই হলফনামার প্রতিলিপি দেওয়া হয়। তার ভিত্তিতে সাত দিনের মধ্যে আবেদনকারীকে পাল্টা হলফনামা দিতে হয়েছে। সেই হলফনামা বৃহস্পতিবার স্যাটের কাছে জমা পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + ten =