কলকাতা: নির্বাচনের ফানুস যখন মধ্যগগণে, ঠিক তখই চাঞ্চল্যকর সমীক্ষা প্রকাশ্যে আনল অ্যাসেসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর৷ সমীক্ষা বলছে, এবারের নির্বাচনে ভোটবাক্সে প্রভাব ফেলতে চলেছে কর্মসংস্থান ও কৃষের অধিকার৷ কৃষি ও কৃর্মসংস্থান যখন ২০১৯-এর ভোটের প্রধান ইস্যু, তখন কী অবস্থা বাংলার রিপোর্ট কার্ড?
সমীক্ষা বলছে, কৃষি ও কৃর্মসংস্থানে খুব একটা ভালো নয় বাংলার অবস্থা!সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলার শহর ও গ্রামীণ এলাকায় ৩৯.২৮ শতাংশ মানুষের কাছে প্রধান ইস্যু কর্মংস্থান৷ কিন্তু, সেখানেই বেশ খারাপ ফলাফল রাজ্যের৷ সমীক্ষায় বাংলার কর্মসংস্থানের সাফল্যকে ৫-এর মধ্যে দেওয়া হয়েছে ২.১৬ নম্বর৷ কৃষতে বাংলার সাফল্যের মান ২.২৬৷ ফসলের ভালো দাম পাওয়ার ক্ষেত্রে সাফল্যের মান ২.২২৷ এই সমীক্ষায় গড় সাফল্য হার ৩ নম্বর দেওয়া হলেও বাংলা সেই তুলনায় অনেক পিছিয়ে৷
সমীক্ষা বলছে, এবার বাংলা ভোটে গ্রামীণ এলাকায় ৪৫ শতাংশ ভোটারের প্রধান ইস্যু কর্মসংস্থান৷ ৪৯ শতাংশ ভোটার কৃষিতে উন্নতি চান৷ কৃষিপণ্যের দাম চান ৪৮ শতাংশ ভোটার৷ কৃষিতে ভর্তুকি চান ৪০ শতাংশ ভোটার৷ শহর এলাকায় কর্মসংস্থান চান ৪৫ শতাংশ মানুষ৷ এডিআর-এর সমীক্ষায় দেখা যাচ্ছে শহরে কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্যের সাফল্যের মান ২.৩৫৷
এডিআর-এর সমীক্ষায় প্রকাশ্যে আসতেই ভোটের বাজারে নেমে পড়েছে বিরোধীরাও৷ তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী যখম ১ কোটি কর্মসংস্থানের দাবি করছেন, তখন এডিআর-এর সমীক্ষায় এই ফলাফল কেন? তাহলে কোথায় গেল এক কোটি চাকরি? নাকি, জল মিশিয়ে সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে এডিআর?