চিতার সংখ্যা বাড়ল দেশে, আরও ১২টি বাঘ এল কুনোয়

চিতার সংখ্যা বাড়ল দেশে, আরও ১২টি বাঘ এল কুনোয়

87d264e3e2b55026356f37ad334b3c07

নয়াদিল্লি: ২০২২ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছিল ৮টি চিতা। নিজের হাতে তাদের কুনো অভয়ারণ্যে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার চিতার সংখ্যা আরও বাড়ল। ফের ভারতে ১২ টি চিতার আগমন ঘটল। দক্ষিণ আফ্রিকা থেকেই তাদের এনে আবার  মধ্যপ্রদেশের কুনোর অভয়ারণ্যে ছাড়া হল। পুরনো ৮ টি চিতার সঙ্গে তারা থাকবে সেখানেই। 

আরও পড়ুন- সাফল্যের মুকুটে নতুন পালক কলকাতা বিশ্ববিদ্যালয়ের, শুভেচ্ছা জানালেন মমতা

ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গিয়েছিল এই ১২ টি চিতা নিয়ে আসতে শনিবার সেই বিমান ভারতের মাটি ছুঁয়েছে। ১০ ঘণ্টা বিমানযাত্রার পর গোয়ালিওরে নেমেছিল ওই বিমান। তারপর এয়ারলিফট করে সেখান থেকে আনা ১২ টি চিতাবাঘকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ১২ টির মধ্যে ৫ টি চিতা মহিলা এবং বাকি ৭ টি পুরুষ। নতুন চিতাদের আগমনে এখন ভারতে আফ্রিকান চিতার সংখ্যা দাঁড়াল ২০। উল্লেখ্য, ভারতে চিতার সংখ্যা বাড়াতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ভারত।