SSC-র অনশন প্রসঙ্গ তুলে মমতাকে কড়া বার্তা মোদির

কোচবিহার: ফের বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি৷ এবার SSC-এর অনশন ইস্যুকে তুলে ধরে মমতা সরকারের বিরুদ্ধে খড়গহস্ত মোদি৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে আরও খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার ১১টা নাগাদ কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে মোদি বলেন, ‘‘আজ সরকারি কর্মীদের ন্যায্য প্রাপ্য

63e2c76ff2759516f8be50cc3f2c5754

SSC-র অনশন প্রসঙ্গ তুলে মমতাকে কড়া বার্তা মোদির

কোচবিহার: ফের বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি৷ এবার SSC-এর অনশন ইস্যুকে তুলে ধরে মমতা সরকারের বিরুদ্ধে খড়গহস্ত মোদি৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে আরও খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

রবিবার ১১টা নাগাদ কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে মোদি বলেন, ‘‘আজ সরকারি কর্মীদের ন্যায্য প্রাপ্য দিচ্ছে না৷ সপ্তম বেতন কমিশন কেন কার্যকর হচ্ছে না?’’ শিক্ষক নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের ২৯ দিনের অনশন প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ বলেন, ‘‘আজ দিদির রাজ্যে চাকরির পরীক্ষায় পাশ করা সফল প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না৷ তাঁদের অনশন করতে হচ্ছে৷’’

এদিন কোচবিহারের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে আরও খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়৷ সূত্রের দাবি, এভাবে লোকসভা ভোটের আগে প্রায় তিন লাখের বেশি সরকারি কর্মী এবং তার পরিবারের সদস্য ধরলে প্রায় ১৫ লক্ষের বেশি মানুষের অসন্তোষকে উস্কে দিতে চেয়েছেন মোদি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে সরকারি কর্মীদের যাবতীয় দাবি-দাওয়া পূরণ করবে। এদিন মোদি ভুল করে রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি বলেছেন। যদিও এই মুহূর্তে রাজ্য কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন ঝুলে রয়েছে। যা গত ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেন মোদি৷ কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে মোদির মন্তব্য, ‘‘বাচ্চাদের মতো আচরণ করছেন দিদি৷ এভাবে কী রাজনীতি করা যায়৷’’ বলেন, ‘‘আজ বাংলাজুড়ে যত মোদি মোদি আওয়াজ উঠছে, ততই ঘুম উড়ে যাচ্ছে দিদির৷’’

এদিন সভা শুরু হওয়ার পরই বিশৃঙ্খল হয়ে ওঠেন বিজেপির কর্মীরা৷ কর্মীদের শান্ত করতেও মমতার প্রসঙ্গ তোলেন মোদি৷ বলেন, ‘‘আপনারা শান্ত হয়ে যান৷ না হলে দিদি আমার নামে FIR করে দেবে৷ আপনাদের ক্ষতি হলে আমারও ক্ষতি৷ আপনারা শান্ত হয়ে যায়৷’’ এদিন মঞ্চে দাঁড়িয়ে কোচবিহারের জনসভার ভিড় দেখে আপ্লুত হয়ে যান মোদি৷ বলেন, ‘‘আজ আপনাদের এই উপস্থিতি বলে দিচ্ছে, মমতা দিদির দিন শেষ হয়ে এসেছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *