TET মামলায় বড় ধাক্কা পর্ষদের, হাইকোর্টে বড় জয় পরীক্ষার্থীদের

কলকাতা: টেট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা আদালতের৷ মামলাকারীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের৷ আদালত সূত্রে খবর, আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও রাজ্যের তরফে সওয়াল-জবাব শোনার পর আজ কলকাতা হাইকোর্টের ১১ এজলাসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদকে সাফ জানিয়ে দেন, আগামী ২ মাসের মধ্যে টেট উত্তীর্ণ সমস্ত সফল চাকরিপ্রার্থীকে সার্টিফিকেট

TET মামলায় বড় ধাক্কা পর্ষদের, হাইকোর্টে বড় জয় পরীক্ষার্থীদের

কলকাতা: টেট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ রাজ্য সরকারকে কড়া ভাষায় সমালোচনা আদালতের৷ মামলাকারীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ আদালতের৷

আদালত সূত্রে খবর, আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও রাজ্যের তরফে সওয়াল-জবাব শোনার পর আজ কলকাতা হাইকোর্টের ১১ এজলাসে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদকে সাফ জানিয়ে দেন, আগামী ২ মাসের মধ্যে টেট উত্তীর্ণ সমস্ত সফল চাকরিপ্রার্থীকে সার্টিফিকেট দিতে বাধ্য থাকবে পর্ষদ৷ হাইকোর্ট জানিয়েছে, টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা শিক্ষক নিয়োগের ডাক পাবেন৷ সফলদের ডাকা হবে ইন্টারভিউতে৷ টেট পাসের শংসাপত্রের মেয়াদ হবে ২ বছর৷ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ এই সংক্রান্ত আরও একটি মামলা বৃহস্পতিবার ওঠার কথা রয়েছে৷

চাকরিপ্রার্থীদের অভিযোগ ছিল, গত ৯ অক্টোবর ২০১৫ প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হওয়ার পর ১৪ সেপ্টেম্বর ২০১৬ সালে ফলাফল প্রকাশিত হলেও টেট পাস করা পরীক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছিল না৷ টেট উত্তীর্ণদের সংশাপত্র না দেওয়ার ঘোষণাকে চ্যালেজ্ঞ করে আদালতে যান সফল পরীক্ষার্থীরা৷ আজ ছিল চূড়ান্ত শুনানি৷

TET মামলায় বড় ধাক্কা পর্ষদের, হাইকোর্টে বড় জয় পরীক্ষার্থীদেরআর আগেও পরীক্ষার্থীদের তরফে ৫ বার ডেপুটেশন দেওয়া হয়েছিল৷ ৪ বার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানকে আর একবার শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছিল চাকরিপ্রার্থীদের তরফে৷  গত ২৭ জুলাই শেষবার আন্দোলনের পর মামলা করেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 14 =