ত্রিপুরায় NOTA-র চেয়েও নীচে তৃণমূল! ‘তোলামুল পার্টি’ বলে কটাক্ষ শুভেন্দুর

ত্রিপুরায় NOTA-র চেয়েও নীচে তৃণমূল! ‘তোলামুল পার্টি’ বলে কটাক্ষ শুভেন্দুর

আগরতলা: ত্রিপুরার বিধানসভা ভোটে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কী ফল করে তা নিয়ে জল্পনা অনেক ছিল। সেই রাজ্যে লড়াই শেষ পর্যন্ত ত্রিমুখীই হয়েছে বটে কিন্তু তাতে কোনও লাভই হয়নি তৃণমূলের। বরং NOTA (নান অফ দ্য অ্যাবভ)-এর থেকেও কম ভোট পেয়েছে ঘাসফুল শিবির। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ২৮টিতে প্রার্থী দিয়েছিল তারা। কিন্তু তৃণমূলের আখেরে কোনও আসনে কোনও লাভ হয়নি। নোটা’র থেকেও কম ভোট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে বিজেপি সহ বাকি বিরোধীরা।

আরও পড়ুন- লিভইন পার্টনারকে খুন করে রেখেছিলেন ধাবার ফ্রিজে, কয়েক ঘণ্টা পরই বিয়ে করেন সাহিল!

হিসেব বলছে, এই বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে লড়ে ২১ হাজারের কিছু বেশি ভোট পেয়েছে যা প্রায় ০.৯ শতাংশ। বিজেপি সহ বাম, কংগ্রেস কটাক্ষ করে বলেছে গোয়ার মতই অবস্থা এখানে হয়েছে ঘাসফুলের। তারা ‘ভোট কাটতে’ পারেনি ত্রিপুরাতে। যদিও এই রাজ্যে অনেক বাঙালিই থাকেন তাই বাংলার শাসক দল কিছুই করে দেখাতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে যে খারাপ ফল করবে তৃণমূল তা দলের নেতারা নিজেরাও কার্যত জানতেন। কিন্তু তারা যে নোটা’র থেকে কম ভোট পাবেন সেটা হয়তো কেউই আশা করেননি। বিজেপির তরফে তৃণমূলকে একহাত নিয়ে কটাক্ষ করে বলা হয়েছে, দলের প্রার্থীরা নিজেরাও হয়তো তৃণমূলকে ভোট দেয়নি।