‘আমাদের বাঁচান’, জেট পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর দপ্তরে

নয়াদিল্লি: বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিল প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। জানা গিয়েছে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু সংশ্লিষ্ট মন্ত্রকের সচিবকে জেটের বর্তমান অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরই এই জরুরি বৈঠকের ডাক দেয় পিএমও। বর্তমানে এই বিমান সংস্থা চরম আর্থিক সঙ্কটে ভুগছে। এর জেরে তাদের বহু উড়ান পরিষেবা

‘আমাদের বাঁচান’, জেট পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর দপ্তরে

নয়াদিল্লি: বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিল প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। জানা গিয়েছে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু সংশ্লিষ্ট মন্ত্রকের সচিবকে জেটের বর্তমান অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেন।

এরপরই এই জরুরি বৈঠকের ডাক দেয় পিএমও। বর্তমানে এই বিমান সংস্থা চরম আর্থিক সঙ্কটে ভুগছে। এর জেরে তাদের বহু উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিজিসিএ সূত্রে খবর, বর্তমানে তারা ৫০টিরও কম উড়ান চালাচ্ছে। তবে বিমান সংস্থার তরফে এব্যাপারে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সরকারি সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বাতিল করে দিয়েছে জেট এয়ারওয়েজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =