আগরতলা: ভোটের পরে যে যে ঘটনা ঘটে তা নিয়ে সবার আগে আওয়াজ তোলে বিজেপি। বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনার অভিযোগ তুলে বহুদূর পর্যন্ত গিয়েছে তারা। রাজ্যের শাসক দল, মুখ্যমন্ত্রী সকলকে নিশানা করে আক্রমণ করেছে। কিন্তু এবার বিজেপির বিরুদ্ধেই ভোটের পর হিংসা করার অভিযোগ। ত্রিপুরা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নাকি রাজ্যে হিংসা বাড়ছে। আক্রান্ত হচ্ছে বিরোধীরা। এমনই দাবি বিরোধী পক্ষের। এই নিয়ে টুইটও করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করা হোক, ৩ রাজ্যের ফল ঘোষণা হতেই খড়্গহস্ত শুভেন্দু
বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যা যা অভিযোগ করে, এখন সেই অভিযোগই উঠছে তাদের বিরুদ্ধে ত্রিপুরাতে। বিরোধীদের দাবি, বাড়ি থেকে শুরু করে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুহুর্মুহু চলছে নৃশংস অত্যাচার। এদিকে মানবাধিকার কমিশন এবং গোয়েন্দা সংস্থারা চুপ করে আছে। তৃণমূল তাঁদের টুইটার হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে লিখেছে, ”বিধানসভা ভোটে জয়লাভের পর বিজেপি তাদের আসল রঙ দেখিয়েছে। রাজ্যজুড়ে হিংসার ঘটনা এবং নিশ্চুপ রাজ্য প্রশাসন। বিজেপির গুণ্ডারা বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিচ্ছে।” অন্যদিকে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসায় মেঘালয়ও উত্তপ্ত। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর।
.@BJP4Tripura reveals their TRUE COLOURS yet again: VIOLENCE grips the state, leading to complete ANARCHY.
Houses vandalised & set on fire by BJP HOOLIGANS.
Where is the CBI & Human Rights Commission now?
Is their investigation limited to only opposition-ruled states? https://t.co/c0cGGdjF41
— All India Trinamool Congress (@AITCofficial) March 3, 2023
উল্লেখ্য, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ২৮টিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূলের আখেরে কোনও আসনে কোনও লাভ হয়নি। নোটা’র থেকেও কম ভোট পেয়েছে তারা। হিসেব বলছে, এই বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে লড়ে ২১ হাজারের কিছু বেশি ভোট পেয়েছে যা প্রায় ০.৯ শতাংশ। বিজেপি সহ বাম, কংগ্রেস কটাক্ষ করে বলেছে গোয়ার মতই অবস্থা এখানে হয়েছে ঘাসফুলের। তারা ‘ভোট কাটতে’ পারেনি ত্রিপুরাতে। যদিও এই রাজ্যে অনেক বাঙালিই থাকেন তাই বাংলার শাসক দল কিছুই করে দেখাতে পারেনি।