বাংলায় কেন বাড়ছে বেকারত্ব? মমতাকে কড়া জবাব যোগীর

বারাসত: ফের বাংলায় দাঁড়িয়ে বেকারত্বকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সোমবার সকালে বনগাঁ লোকসভায় নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে বাংলার গণতন্ত্র, কর্মসংস্থান ও শিল্পের প্রসঙ্গের তুলে তৃণমূলের সরকারের বিরুদ্ধে সরব হন যোগী৷ বাংলায় গণতন্ত্র বিপন্ন বলেও কটাক্ষ করেন৷ হাতিয়ার করেন বেকারত্ব ইস্যু৷ বলেন, ‘‘তৃণমূলের গুন্ডামির কারণে

5873a277d2b496e4ea16c74ef1b03f8e

বাংলায় কেন বাড়ছে বেকারত্ব? মমতাকে কড়া জবাব যোগীর

বারাসত: ফের বাংলায় দাঁড়িয়ে বেকারত্বকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সোমবার সকালে বনগাঁ লোকসভায় নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে বাংলার গণতন্ত্র, কর্মসংস্থান ও শিল্পের প্রসঙ্গের তুলে তৃণমূলের সরকারের বিরুদ্ধে সরব হন যোগী৷

বাংলায় গণতন্ত্র বিপন্ন বলেও কটাক্ষ করেন৷ হাতিয়ার করেন বেকারত্ব ইস্যু৷ বলেন, ‘‘তৃণমূলের গুন্ডামির কারণে আজ বাংলার গণতন্ত্র ভেঙে পড়েছে৷ এখানে যুবক-যুতীদের চাকরি নেই৷ এই রাজ্য বিনিয়োগ আসছে না৷ শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ টিএমসি গুন্ডারা তাঁদের হয়রানি করছে।’’

কিন্তু, বাংলায় দাঁড়িয়ে দীর্ঘ ভাষণে বেকারত্বকে হাতিয়ার করলেও যোগীর রাজ্যেও দিনে দিনে বাড়ছে বেকারত্ব সমস্যা৷ জাতীয় নমুনা জরিপ অফিস বা NSSO-র একটি রিপোর্ট  বলছে, ২০১১-১২ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ছিল ৩.২% আর ২০১৭-১৮ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.৬ শতাংশে৷ ২০১১-১২ অর্থবর্ষে উত্তরপ্রদেশে বেকারত্বের হার ছিল ১.৫ শতাংশ৷ যোগীর আমলে তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৪ শতাংশে৷

সোমবার বাংলায় দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুঁচিয়ে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেনজির আক্রমণ করেন নরেন্দ্র মোদির সেনাপতি অমিত শাহ৷ সোমবার উলুবে়ড়িয়ার সভামঞ্চ থেকে দাড়িভিটকাণ্ডের প্রসঙ্গ তোলেন তিনি৷ বলেন, ‘‘আজ মমতাজি বাংলায় উর্দু ভাষা চালু করতে চাইছেন৷ বাংলা ভাষায় শিক্ষক নিয়োগ করে উর্দু ভাষায় শিক্ষক নিয়োগ করা হচ্ছে৷ এবার আপনারাই বলুন, আপনি কি উর্দু পড়তে চান৷’’ ভোটের বাজারে বাংলায় দাঁড়িয়ে দাড়িভিটের ঘটনা খুঁচিয়ে তুলে বাংলার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কাঠগড়ায় তোলেন অমিত শাহ৷ তবে, বাংলায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ খুললেও মোদির আমলে বাংলায় কত কর্মসংস্থান হয়ে তা একবারের জন্য মুখে একটি শব্দও আনেননি অমিত৷ এদিন, এনআরসি থেকে শুরু করে বাংলার বন্ধ হয়ে যাওয়ার শিল্পের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷

এর আগেও বুনিয়াদপুরের সভা থেকে ফের পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এসএসসি’র অনশন প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেনও করেন৷ বলেন, ‘‘এখানে পরীক্ষায় পাশ করা চাকরি-প্রার্থীদেরও চাকরি দেওয়া হয় না৷’’ সভার শুরুতেই বাংলার গণতন্ত্র ব্যবস্থাকে কটাক্ষ করেন মোদি৷ একই সঙ্গে বাংলার কর্মসংস্থানকে হাতিয়ার করে বলেন, ‘‘বাংলার কর্মসংস্থানের কথা বলছেন মমতাজি৷ কিন্তু, এখানে পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীদের চাকরির ব্যবস্থাও করা হচ্ছে না৷ এখানে শুধু সিন্ডিকেট চলছে৷’’

তবে, বিজেপির আমলে গোটা দেশজুড়ে বেকারত্ব বাড়লেও সেই বিজেপির নেতাদের এখন প্রধান হাতিয়ার বাংলার কর্মসংস্থান৷ আজ, উলুবেড়িয়া থেকে সেই আরও একবার প্রমাণ করে দিলেন বিজেপি সভাপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *