১০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র

নয়াদিল্লি: ভোটের উত্তাপেও চাকরির বাজারে বড় খবর দিল SSC৷ গোটা দেশ মিলিয়ে অন্তত ১০ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসগুলিতে গ্রুপ-‘সি’ মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) নিয়োগ করা হবে৷ স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ এগজামিনেশন ২০১৯-র মাধ্যমে এই নিয়োগ হবে৷ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন বা সমতুল। বয়সসীমা,

১০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র

নয়াদিল্লি: ভোটের উত্তাপেও চাকরির বাজারে বড় খবর দিল SSC৷ গোটা দেশ মিলিয়ে অন্তত ১০ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসগুলিতে গ্রুপ-‘সি’ মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) নিয়োগ করা হবে৷

স্টাফ সিলেকশন কমিশনের মাল্টি টাস্কিং স্টাফ এগজামিনেশন ২০১৯-র মাধ্যমে এই নিয়োগ হবে৷ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন বা সমতুল। বয়সসীমা, শূন্যপদ, পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত বিষয় সম্পর্কে http://ssc.nic.in ওয়েবসাইটে জানা যাবে৷

আরও পড়ুন: ৯০৮৬ শূন্যপদে কর্মী নিয়োগ করছে SBI, পড়ুন বিস্তারিত

শুধুমাত্র অনলাইনেই করা যাবে আবেদন৷ আবেদন জমা নেওয়ার শেষ দিন ২৯ মে৷ সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা৷ তপশিলী জাতি, তপশিলী উপজাতি ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ তবে অফলাইন ও অনলাইন দুভাবেই পরীক্ষার ফি জমা করা যাবে৷ টাকা জমার শেষ তারিখ ৩১ মে৷

দুই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে চলবে প্রার্থী বাছাই প্রক্রিয়া৷ প্রথম পত্রের পরীক্ষা বিষয়ভিত্তিক, দ্বিতীয় পত্রে থাকবে রচনা৷ প্রথম পত্রের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ২ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে৷ দ্বিতীয় পত্রের পরীক্ষাটা হবে ১৭ নভেম্বর৷ পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ও আবেদনের জন্য লগ ইন করুন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in-এ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =