কলকতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ অবিলম্বে মামলাকারীদের নথিপত্র যাচাই করার নির্দেশ উচ্চ আদালতের৷ কলকাতা বিচারপতি মৌসুমী ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন, নিয়ম মেনে চার সপ্তাহের মধ্যে মামলাকারীদের নথিপত্র যাচাইয়ের বিষয়টি বিবেচনা করতে হবে৷
মামলাকারীদের অভিযোগ, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম না মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ করা হচ্ছে৷ প্রশিক্ষণহীন ও তুলনায় কম নম্বর পাওয়া প্রার্থীদের নথিপত্র যাচাই করা হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকশো প্রার্থী৷ ওই মামলার শুনানিতে কমিশনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের৷
মামলাকারীদের অভিযোগ, ২০১৫ সালের অগস্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় বসেন দু’লক্ষেরও বেশি প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীন প্রার্থী। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের ওই পরীক্ষার ফল বেরোয় পর ২০১৮ সাল থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নথি ভেরিফিকেশন শুরু হয়৷ দ্বিতীয় দফার নথি যাচাই পর্বে অভিযোগ ওঠে, যে-সব প্রশিক্ষণহীন প্রার্থী প্রশিক্ষিতদের তুলনায় কম নম্বর পেয়েছেন, অনেক ক্ষেত্রে তাঁদের নথিপত্র যাচাই করা হচ্ছে। এসএসসি-র আইনজীবী আদালতে জানান, নিয়ম মেনেই নথিপত্র যাচাই হচ্ছে৷ আগামীও একই পথ অনুসরণ করবে কমিশন৷