ফের পিছল ডিএ মামলার পরবর্তী শুনানি

কলকাতা: স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে আগামী ২ মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। বৃহস্পতিবার বিচারপতি রঞ্জিত বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ দাসের বেঞ্চে মামলাটির দীর্ঘ শুননি হয়। কনজিউমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) ভিত্তিতে সরকারি কর্মীদের বেতনের সঙ্গে ডিএ দেওয়া নিয়ে সরকারপক্ষ ও আবেদনকারীর আইনজীবীদের মধ্যে সওয়াল চলে। সরকার পক্ষ থেকে বলা হয়,

ফের পিছল ডিএ মামলার পরবর্তী শুনানি

কলকাতা: স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে আগামী ২ মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। বৃহস্পতিবার বিচারপতি রঞ্জিত বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশ দাসের বেঞ্চে মামলাটির দীর্ঘ শুননি হয়।

কনজিউমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) ভিত্তিতে সরকারি কর্মীদের বেতনের সঙ্গে ডিএ দেওয়া নিয়ে সরকারপক্ষ ও আবেদনকারীর আইনজীবীদের মধ্যে সওয়াল চলে। সরকার পক্ষ থেকে বলা হয়, অনেক রাজ্য তার কর্মীদের সিপিআই-এর ভিত্তিতে ডিএ বৃদ্ধি করে না। মামলার আবেদনকারী কনেফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী সরকারপক্ষের বক্তব্য খণ্ডন করেন।

তাঁদের বক্তব্য ছিল, অন্যান্য রাজ্য কিছুটা দেরিতে হলেও সিপিআই-এর ভিত্তিতে ডিএ বৃদ্ধি করে। এদিন স্যাটের বেঞ্চ পরবর্তী শুনানির দিন সরকারপক্ষকে কর্মীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকাগুলি জমা দিতে বলেছে। ২০০৮ সালে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর ডিএ বৃদ্ধির আদেশনামাগুলি জমা দিতে হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দুই মাসের মধ্যে ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে আগেই নির্দেশ দিয়েছে স্যাটকে। গত ৭ মার্চ ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 5 =