নয়াদিল্লি: আজ বিশ্ব শ্রমিক দিবস৷ আট ঘণ্টার কাজের দাবিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া শ্রমিক বিদ্রোহ আজ উজ্জ্বল ইতিহাসের পাতায়৷ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিষ্ঠা পেয়েছিল শ্রমিকের অধিকার৷ খাতায় কলমে সেই অধিকার প্রতিষ্ঠা পেলেও কর্পোরেট জগতের আজও বঞ্চিত ৮ ঘণ্টার কাজের অধিকার৷ পেটের দায়ে আজও শ্রমিকরা বাধ্য হন ৮ ঘণ্টার বেশি কাজ করতে৷ মালিকের চাহিদা পূরণ করতে আজও খেটে মরেন বাংলার লক্ষ লক্ষ শ্রমিক৷ সে আইটি সেক্টর হোক, কিংবা সংবাদমাধ্যম৷ ৯ থেকে ১০ ঘণ্টা শ্রম দিতে বাধ্য হন বাংলার দক্ষ শ্রমিকরা৷ মে দিবস নিয়ে কর্পোরেট দুনিয়ায় অ্যালার্জি যে প্রথম থেকেই আছে, তা আরও একবার প্রমাণ দিল সার্চ ইঞ্জিন গুগল৷ আজ মে দিবস সচেতন ভাবেই এড়িয়ে গেল কর্পোরেট গুগল৷
দেশের সাধারণ নির্বাচন হোক কিংবা নানান উৎসব৷ বেশিরভাগ ক্ষেত্রেই গুগল তার ডুডলে নয়া চমক দিয়ে থাকে৷ কিন্তু, আজ বিশ্ব শ্রমিক দিবসে ডুডল তো দূর, দিনটি মনে করাতেও ভুলে গেল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল৷ যেখানে লোকসভা নির্বাচনে প্রতি দফায় গুগল তার ডুডলে সাজিয়ে তুলছে, ঠিক তখনই গুগলে উপেক্ষিত শ্রম দিবস! কেননা, মার্কিন যুক্তরাষ্ট্রের গড়ে ওঠা বিশ্বজোড়া আন্দোলন খুব সচেতন ভাবেই এড়িয়ে গেল মার্কিন সংস্থা গুগল৷
এক নজরে বিশ্ব শ্রমিক দিবস: ১৮৮৬ সালের এই দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত শিল্পাঞ্চলে ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট ডাক হয়৷ ওই দিন শিকাগোর হে মার্কেটের সামনে শ্রমিকদের বিক্ষোভ থামাতে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন শ্রমিক৷ ১৮৮৬ সালের পয়লা মে শিকাগোর হে মার্কেটের এই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ আন্দোলনের চাপে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় তৎকালীন মার্কিন সরকার৷ শ্রমিকদের এই আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে আয়োজিত দ্বিতীয় ‘আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে’ পয়লা মে ‘মে ডে’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১৯২৩ সালের ১ মে চেন্নাইয়ে ‘শ্রমিক দিবসে’র সূচনা করেন বামপন্থী নেতা মালায়প্পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার। ওই একই দিনে তিনি প্রতিষ্ঠা করেন ‘দি লেবার কিষাণ পার্টি অব হিন্দুস্তান’।